সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুপ্রিমকোর্টের বার ভবনের সামনে এ প্রতিবাদ সভা করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
এ সময় আইনজীবীরা জানান, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসেই তিনি দেশের ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, ফ্যাসিবাদের দোসরা বিদেশের মাটিতে আসিফ নজরুলের মতো সম্মানীয় ব্যক্তিদের হেনস্তা করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছে। এর তীব্র নিন্দা জানান বক্তারা।
আইনজীবী আরও বলেন, যারা এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা পালানোর পথ পাবেন না। বিভিন্নভাবে যারা উসকানি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছেন আইনজীবীরা।
মন্তব্য করুন