ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আলোচনা সভা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এ আয়োজন করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপি।
যুক্তরাষ্ট্রে বসবাসরত দলটির সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে ক্যালিফোর্নিয়া বিএনপি অফিস সংলগ্ন লস এঞ্জেলেসস্থ ‘রিয়া মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)। সভা পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান এবং যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন সারোয়ার খান বাবলু।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। এভাবেই ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় এবং মানুষের মনে স্বস্তি ফিরে আসে। তাই বাংলাদেশের ইতিহাসে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক একইভাবে গত ১৫ বছরে হাছিনার স্বৈরশাসন থেকে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দেশকে হাছিনা মুক্ত করেন। কিন্তু জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার জন্য নানামুখি চক্রান্ত শুরু হয়েছে। এ অবস্থায় জাতিকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল-মত-নির্বিশেষে এবং বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় আরও বক্তব্য দেন- নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনচারী চপল, মাহাতাব আহমেদ, আফজাল শিকদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, বদরুল আলম মাসুদ, ইলিয়াস মিয়া, লোকমান হোসেন, কামাল হোসেন তরুন, মিজানুর রহমান জমশেদ, সারজিন বিন ইউসুফ, ওমর ফারুক মাসুম, মহি উদ্দিন বাবর, জন মোহনসহ প্রমুখ। অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন