কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

আমরা প্রতিটি শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াব : রুমন

কুষ্টিয়া-চুয়াডাঙ্গায় গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা
কুষ্টিয়া-চুয়াডাঙ্গায় গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে কুষ্টিয়া-চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি শনিবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার এবং বিকেলে চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে শোকাহত এসব পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে।

অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, আমরা ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন, অর্থ দিয়ে তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা এখানে এসেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা শহীদ ও আহত মিলে প্রায় ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি।

‘আমরা বিএনপি পরিবার’-এর এই আহবায়ক আরও বলেন, আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি- যারা বেশি আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে। আমরা ১৫০-এর অধিক মানুষকে ঢাকাসহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা এবং মেডিসিনের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে- কিন্তু তারা প্রকাশ করছে না। আমরা ঢাকা শহরে খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি।

রুমন বলেন, দেশের প্রতিটি জেলায় শহীদ ও আহত পরিবারের কাছে আমরা যাবো, তাদের পাশে দাঁড়াব, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন— কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, চুয়াডাঙ্গায় শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপি’র আহবায়ক মো. মাহমুদুল হাসান খান বাবুসহ অন্য নেতৃবৃন্দ।

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মোহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক রাব্বী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জুয়েল, সদস্য সচিব আশরাফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণ দলের কার্যক্রম পরিদর্শন করলেন উপাচার্য

আমরা গণতন্ত্রে বিশ্বাসী : বিএনপি নেতা কবির

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগের বিচারের জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত : শহীদ সিফাতের বাবা

আ.লীগ নেতার কারসাজিতে ভিজিএফের চাল পাচ্ছেন মৃতরা!

গ্রুপ থিয়েটার দিবসে নাটকের স্বজনদের প্রাণবন্ত আড্ডা

‘ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে চাইলে কঠোরভাবে দমন করব’

শ্রমিক বিক্ষোভে ইতালিতে অচলাবস্থা

ঢাকা মহানগরী দক্ষিণে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জ্যোতিদের সিরিজ নিশ্চিতের সুযোগ

১০

৩১ দফা জনমত গড়তে ধামরাইয়ে বিএনপির সমাবেশ

১১

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন বাউবি উপাচার্য

১২

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

১৩

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সতর্কসংকেত

১৪

জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়াদের রানের পাহাড়

১৫

স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম স্মারক উপহার পেলেন ১০ গণমাধ্যমকর্মী

১৬

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত, হুঁশিয়ারি সংকেত

১৭

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের বিষপান!

১৮

ছাত্র-জনতার অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : মির্জা ফখরুল

১৯

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪

২০
X