কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যা করে গণশত্রুতে পরিণত হয়েছেন শেখ হাসিনা :  প্রিন্স

ময়মনসিংহে বিএনপির মিছিল। ছবি : কালবেলা
ময়মনসিংহে বিএনপির মিছিল। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা গণহত্যা করে গণশত্রুতে পরিণত হয়েছেন, যেকারণে নিজের ছবি দিয়ে মিছিল করাতে ভয় পাচ্ছেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল পূর্ব গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজের ছবির পরিবর্তে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে মিছিল করতে বলেছেন শেখ হাসিনা। নিজেদের কর্মী দিয়ে সেই মিছিলে হামলা চালিয়ে, নিজেদের লোক দিয়ে হামলার ছবি তুলে তা ট্রাম্পের কাছে পাঠানোর কথা বলে শেখ হাসিনা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন।

তিনি আরও বলেন, জনগণের বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। এখন সব কুল হারিয়ে একবার মোদী, একবার ট্রাম্পকে ব্যবহার করে হাসিনা নিত্য নতুন ষড়যন্ত্রের মাধ্যমে আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে চাচ্ছেন, যেটা কখনো সম্ভব নয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, ৭ নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব সাধিত হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও তাবেদার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই দিনে আমরা শপথ নিচ্ছি আর কোন তাঁবেদারের স্থান বাংলাদেশে হবে না।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে ৭ নভেম্বরকে কেউ মুছে দিতে পারবে না। আওয়ামী লীগ ও তাদের প্রভু আধিপত্যবাদী শক্তি নানা ভাবে চেষ্টা করেছে ৭ নভেম্বরের চেতনা নস্যাৎ করতে, কিন্তু পারেনি। ফ্যাসিবাদের পতনের পর মুক্ত পরিবেশে এবার সাত নভেম্বরে বিএনপির কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে করে ফ্যসিবাদ ও আধিপত্যবাদী শক্তি জনগণের হৃদয় থেকে ৭ নভেম্বরকে মুছে দিতে পারেনি।

তিনি সকলকে আওয়ামী ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান।

তিনি নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সকলকে রাজপথে থেকে আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান। তিনি বলেন, গণহত্যাকারীদের ক্ষমা নাই। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় গণজমায়েতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্নআহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত গাড়িতে ডাকাতির লোমহর্ষক বর্ণনা

৯৯৯-এ ফোন, নিখোঁজ হওয়া শিশু উদ্ধার

টিম গেমে টিমম্যান কোথায়

ভারতীয় হাইকমিশনের আয়োজনে নজরুলের শ্যামাসঙ্গীত অনুষ্ঠিত

ঢাবির ৩টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন

এবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও সরানো হলো শেখ মুজিবের ছবি

সাভারে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় অভিযোগ

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ না লাগানোর নির্দেশ

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১০

আধিপত্য নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ২৬

১১

আ.লীগের জেগে ওঠার কোনো সুযোগ নেই : রাশেদ প্রধান

১২

সড়কে রাখা ফ্রিজ সরাতে বলায় ঔদ্ধত্য, ৩ মাসের কারাদণ্ড

১৩

উপদেষ্টা ফারুকীকে নিয়ে হিরো আলমের সংবাদ সম্মেলন

১৪

লালমনিরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৫

কক্সবাজারে ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা

১৬

সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ দুজন গ্রেপ্তার

১৭

গাজায় দুই দিনে ইসরায়েলের ২০ সেনা নিহত

১৮

জয়ের অভিন্ন লক্ষ্য দুই দলের

১৯

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে প্রয়োজনে প্রশাসক নিয়োগ

২০
X