শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এই মুহূর্তে ‘জাতীয় ঐক্য’ সবচেয়ে প্রয়োজন : এহসানুল হুদা

বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। ছবি : কালবেলা

দেশে এই মুহূর্তে ‘জাতীয় ঐক্য’ সবচেয়ে বেশি প্রয়োজন বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। তিনি বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু এখনো ষড়যন্ত্র বিস্তৃত। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে নানা ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলনরত সকল সংগঠনের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। এই জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা জনগণের আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং গণতন্ত্র উত্তরণে নবদিগন্তের সূচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- দেশে সংস্কার কার্যক্রম প্রয়োজন, এটা প্রথম বিএনপি উপলব্ধি করেছে এবং ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই দেশবাসীর চাওয়া।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতির জীবনে একটি মহান ও অতীব মর্যাদাময় বিজয়ের দিন। এই দিনে আধিপত্যবাদী শক্তির পরাজয় ঘটে। ক্যান্টনমেন্টের নিজ বাসায় গৃহবন্দি সেনাপ্রধান জিয়াউর রহমানকে সিপাহী-জনতা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ঘটিয়ে মুক্ত করে আনেন। ৭ নভেম্বরের অবিনাশী চেতনায় উজ্জীবিত বাংলাদেশ আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে চির জাগ্রত থাকবে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়কে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে, সংহত করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। জাতীয় দলের এই চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমানের হাত ধরে ৭ নভেম্বর ১৯৭৫ দেশ ভয়াবহ নৈরাজ্য ও সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। জাতি ফিরে আসে গণতন্ত্র ও উন্নয়নের ধারায়। শহীদ জিয়াউর রহমান বাকশালী স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র, বাক-ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, খালকাটা বিপ্লব করে দেশের কৃষিকে সমৃদ্ধির শিখরে এগিয়ে নেন। তার সময়ে দেশে উন্নয়নের ধারা সৃষ্টি হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মধ্যে গণতন্ত্র, বাক-স্বাধীনতা হরণ করে দেশের সব পত্রিকা নিষিদ্ধ করে একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একইভাবে শেখ হাসিনার শাসনব্যবস্থা ছিল বাকশালের দ্বিতীয় সংস্করণ।

নিকলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কারপাশা ইউনিয়নের সাবেক চারবারের চেয়ারম্যান আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসিমুল হক, নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, বাজিতপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভিরুল হক খান সোহেল, কারপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন ও ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম, সোলাইমান মেম্বার লাল মিয়াসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইরান’

সাবেক মেয়রসহ আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা

মোহাম্মদপুর থানার সামনে পরিত্যক্ত বাজারের ব্যাগে অস্ত্র-গুলি

জাতীয় পার্টি ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না : মোস্তফা

আরকান আর্মির পোঁতা মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

২৫ পয়সা কলরেটে আবারও আসছে সিটিসেল!

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

শহীদ সবুজের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

আ.লীগ নেতাদের আশ্রয় দেওয়ার ঘোষণা বিএনপি নেতার

‘আ.লীগ আমাদের মতো ১৭ বছর অপেক্ষা করলে না খেয়ে মরবে’

১০

এই মুহূর্তে ‘জাতীয় ঐক্য’ সবচেয়ে প্রয়োজন : এহসানুল হুদা

১১

আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সেনাপ্রধান

১২

‘দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে’

১৩

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমাল আদানি

১৪

শাবিপ্রবিতে ‘জিয়া ট্রি’ রোপণ

১৫

শেখ হাসিনার নতুন অডিও ফাঁস

১৬

‘৫৩ বছরেও জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা নেই’

১৭

নতুন বিপদে ইউক্রেন, যুদ্ধক্ষেত্রে নামছে উত্তর কোরিয়ার সেনারা

১৮

বয়স ২০ হলেই নিয়মিত স্তন পরীক্ষার পরামর্শ

১৯

বিএনপির শোকজের জবাব দিলেন গিয়াস উদ্দিন

২০
X