কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগের দোসর চুন্নুকে কিশোরগঞ্জের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করেছে’

কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া মার্কেটের সামনে মানববন্ধন। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া মার্কেটের সামনে মানববন্ধন। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, কিশোরগঞ্জের একজন আছে, যিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের সুবিধা ভোগী, যিনি আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। তিনি হলেন, মজিবুল হক চুন্নু। তিনি অবৈধভাবে টাকা কামিয়ে বিদেশে পাচার করেছেন। দুদকের কাছে আমাদের আহ্বান থাকবে তার সম্পদের হিসাব নিন। মজিবুল হক চুন্নুর মতো ফ্যাসিবাদের দোসরকে কিশোরগঞ্জের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরান থানার ইসলামিয়া মার্কেটের সামনে এক মানববন্ধন তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ-ভৈরব রাস্তা সংস্কার ও কিশোরগঞ্জ ঢাকা রোডে বাস ভাড়া কমানোর দাবিতে এই মানববন্ধন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা।

আবু হানিফ বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে কিশোরগঞ্জের ইতিবাচক অবদান রয়েছে। আমরা সব সময় দেশ ও মানুষের পক্ষে। কিন্তু কিশোরগঞ্জের একজন, যিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের সুবিধা ভোগী, যিনি আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তিনি হলেন মজিবুল হক চুন্নু। তিনি অবৈধ ভাবে টাকা কামিয়ে বিদেশে পাচার করেছেন। দুদকের কাছে আমাদের আহ্বান থাকবে তার সম্পদের হিসাব নিন। মজিবুল হক চুন্নুর মত ফ্যাসিবাদের দোসরকে কিশোরগঞ্জের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করছে, তার মতো লোককে কিশোরগঞ্জে রাজনীতি করতে দিবে না। শুধু আওয়ামী লীগের না, তাদের দোসরদেরও বিচার হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তাদেরও বিচার হবে। বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতি করতে দিবে না।

তিনি আরও বলেন, ‘কিশোরগঞ্জ থেকে ভৈরব রাস্তায় যেন একটা মরণফাঁদ, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। বিগত সরকারের সময় যে বাজেট হতো তার ৭০ শতাংশ ঠিকাদার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগ নিতো, ফলে রাস্তার উন্নয়নে তেমন বাজেট থাকত না। আমাদের দাবি অনতিবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। কিশোরগঞ্জ থেকে ঢাকার যাতায়াত ব্যবস্থা খুবই বাজে, ভালো কোনো পরিবহন নেই। কিন্তু যেসব পরিবহন রয়েছে, সেগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে। কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার, সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া হওয়ার কথা ২৬০-২৭০ টাকা কিন্তু ভাড়া নিচ্ছে ৩৫০-৪০০ টাকা। এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে মালিক সমিতি, এর আগে সেখানে থেকে ভাগ নিত আওয়ামী লীগের নেতারা। আমরা শুনেছি এখন সেখান থেকে অন্য একটা দলের নেতারা চাঁদা নিচ্ছে। এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে, এই রুটের ভাড়া দ্রুত সময়ের ভিতরে কমাতে হবে।

মানববন্ধনে সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান। এছাড়া বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, পাকুন্দিয়া উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম, বাজিতপুর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট ফজল মোল্লা, সদর উপজেলার আহ্বায়ক মোমেনউদ্দীন জনি, ছাত্র নেতা ইমন খান, পায়েল চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার নম্বরে এক লাখ টাকা পাঠিয়ে দেন, চাঁদা চেয়ে বললেন বিএনপি নেতা

সংসার করতে চান বাঁধন, খুঁজছেন জীবনসঙ্গী

পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের তালিকা করছে বিএসইসি

জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু ৯ নভেম্বর

দুর্যোগে জীবন রক্ষার মৌলিক কৌশল প্রশিক্ষণ গণমাধ্যম কর্মীদের

নেইমারকে বাদ দিয়ে রোনালদোকে নিতে চায় আল হিলাল

‘কৃতকার্য’ সিল বানিয়ে কনস্টেবল নিয়োগের চেষ্টা, অতঃপর...

পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ায় কাল হলো দুই বন্ধুর

এক মাসেই প্রায় ২২৬ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ

এক সময়কার ‘কট্টর সমালোচকই’ হচ্ছেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট

১০

শহীদ নাফিজের দেহ বহনকারী রিকশাটি গণভবন জাদুঘরে

১১

ইনজুরিতে সিরিজ শেষ মুশফিকুরের

১২

জনগণ ভোটের সরকার চায় : নজরুল ইসলাম আজাদ

১৩

স্বপ্নে টাকা দেখা কীসের ইঙ্গিত

১৪

নিখোঁজ রাত্রির সন্ধান চায় পরিবার

১৫

সংবাদমাধ্যমে আক্রমণ সহ্য করা হবে না : প্রেস সচিব

১৬

এক মঞ্চে গাইবে নব্বইয়ের কালজয়ী ৪ ব্যান্ড, কবে কোথায়?

১৭

অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

১৮

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে ভারত

১৯

রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে প্রকল্প শুরু 

২০
X