ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য আহ্বান

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

‘সন্ত্রাস-দখলদারিত্বের বিপরীতে ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করুন’- এই স্লোগান সামনে রেখে দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ আহ্বান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। নভেম্বর ও ডিসেম্বর দুই মাসব্যাপী চলবে এই সদস্য সংগ্রহ কর্মসূচি।

সদস্য সংগ্রহ উপলক্ষ্যে বুধবাব (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা, অর্থ সম্পাদক নওশীন মুশতারি সাথী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম, ঢাবি সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সদস্য সায়মা আফরোজ, পঙ্কজ নাথ সূর্যসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, জাগ্রত ছাত্র সমাজের সংগ্রামের ধারাবাহিকতায়- ‘সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক সেক্যুলার, গণতান্ত্রিক, একই ধারার শিক্ষা’র স্লোগান নিয়ে ১৯৮৪ সালে ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন ছাত্রদের সাথে নিয়ে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক, একই ধারার শিক্ষার দাবিতে আন্দোলন করে যাচ্ছে। বিগত সময়ে হাসিনা সরকার জ্ঞান-বিজ্ঞান-মনুষ্যত্ব ধ্বংসের জন্য জাতীয় শিক্ষাক্রম-২০২১ চালু করে। একমাত্র ছাত্র সংগঠন হিসেবে এটি বাতিলের দাবিতে আমরা সারাদেশে ছাত্র-শিক্ষক-অভিভাবক- বুদ্ধিজীবীদের সংগঠিত করি। আন্দোলনের এক পর্যায়ে অন্তবর্তীকালীন সরকার এটি বাতিলের ঘোষণা দেয়। অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্রস্বার্থ বিরোধী সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ছিলো, আজও আছে। শিক্ষার বেসরকারীকরণ-বাণিজ্যিকীকরণ-সংকোচন এবং সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে লড়াই, ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত সহ গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মানের চেষ্টা, সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন গণতান্ত্রিক দাবিতে আমরা লড়ছি। এছাড়াও নারী নির্যাতন, সাম্প্রদায়িক নিপীড়ন এবং পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান।

শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে শামিল করতে ছাত্র ফ্রন্টে যোগ দেওয়া আহ্বান জানিয়ে বলা হয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করে তাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চায়। এ লক্ষ্যে ছাত্র-যুবকদের সংগঠিত করতে চায়। সমস্ত অন্যায়-অত্যাচার- শোষণের বিরুদ্ধে লড়াইয়ের দূর্বার শক্তি গড়ে তুলতে চায়। অবক্ষয়ী সংস্কৃতির বিরুদ্ধে নৈতিকতা- মনুষত্ববোধের ঝাণ্ডা ঊর্ধ্বে তুলে ধরতে চায়। সারাদেশের ছাত্র-তরুণদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি–সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য হয়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে যুক্ত করুন! উন্নত আদর্শের ভিত্তিতে নিজের জীবন গড়ে তুলুন এবং শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে শামিল করুন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় ভাষণে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের

জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে : খোকন

হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া আক্তার গ্রেপ্তার

জয়ের জন্য শান্তদের ২৩৬ রানের লক্ষ্য দিল আফগানরা

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে নিয়ে সেই টকশো স্থগিত

ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন / বাংলাদেশ নিয়ে আশা কমেছে তরুণদের

৪২ বছর পর অপারেশন থিয়েটারের যাত্রা শুরু

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে : প্রেস সচিব

ট্রাম্প নাকি কমলা, কাকে ভোট দিলেন শিশির?

যে কারণে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা

১০

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

১১

জেলের জালে মিলল ১৪ কেজির পোয়া

১২

ট্রাম্পপুত্রের ভোট দেওয়া নিয়ে মাতামাতি

১৩

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনি ব্যবস্থা নেবে পাবিপ্রবি প্রশাসন

১৪

মার্কিন নির্বাচনে ‘ট্রাম্প কার্ড’ খেললেন ইলন মাস্ক

১৫

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে গুলি

১৬

গণমাধ্যমের ওপর আক্রমণ বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি : টিআইবি

১৭

তিন হাজার কোটি টাকার সভরেন গ্যারান্টি পেল আইসিবি

১৮

শিক্ষার্থীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

১৯

এক ইলিশ বিক্রি ৬ হাজার ৩২৫ টাকায়

২০
X