জাতীয় পার্টির বিচারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের (মশিউজ্জামান-ফারুক) নেতারা।
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা।
গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জাতীয় পার্টির বিচার করার আবেদন জানিয়েছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্যতম সহযোগী। প্রতিটি হত্যার দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। সুতরাং জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সঙ্গেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনউদ্দিন খান বাদল, অধ্যক্ষ নুরে আলম ও গণঅধিকার পরিষদের (একাংশ) যুগ্ম সদস্যসচিব তারেক রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন