কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে : নয়ন

সিরাজগঞ্জে যৌথ কর্মিসভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন নয়ন। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে যৌথ কর্মিসভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন নয়ন। ছবি : কালবেলা

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সোমবার (০৪ নভেম্বর) সিরাজগঞ্জে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি এ দাবি জানান। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সাধারণ সম্পাদক বলেন, এমন কিছু করবেন না, যাতে দলের বিরুদ্ধে কেউ আঙুল তুলে কথা বলতে পারে। কোনো প্রকার অন্যায়-জুলুম করবেন না, করতে দেবেনও না। এটা সব সময় মনে রাখবেন। তিনি বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দল ও অঙ্গসংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। দলে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন। তিনি ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে। যুবদল সে অনুযায়ী কাজ করছে।

নয়ন আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা আর ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। জনগণের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হয়।

তিনি বলেন, দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকে। এর জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এতে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ সিরাজগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা অবস্থান কত?

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো খাগড়াছড়ি

আবারও ইনজুরিতে নেইমার!

বিশ্বের যেসব দেশে কোনো সেনাবাহিনী নেই

হাসপাতাল থেকে বাড়ি ফিরে শোনেন মেয়ে আত্মহত্যা করেছে

যুক্তরাষ্ট্রে ভোট শুরু কখন, কবে জানা যাবে ফল?

পাহাড় কাটা নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ, একদিন পর অভিযান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩ 

সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার তারিখ ঘোষণা

১০

কেরানীগঞ্জে সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

১১

রাবি ছাত্রলীগের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১২

চাকরিচ্যুত করা হলো ৬০০ পুলিশ কর্মকর্তাকে

১৩

টিভিতে আজ দেখা যাবে যেসব খেলা

১৪

ম্যানেজার নেবে বিকাশ, থাকছে না বয়সসীমা 

১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

১৬

ট্রাম্প জিতলে জেলেনস্কির কী হবে

১৭

নারী ও শিশুদের সুরক্ষায় / পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহ্বান

১৮

মহাসম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দীতে আলেম-ওলামারা  

১৯

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

২০
X