গত পহেলা নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোর্তজা মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। এদিকে, অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ছুটে যান ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে শিক্ষার্থীদের খোঁজ নেওয়া হয়। এসময় ছাত্রদল অসুস্থ শিক্ষার্থীদের ডাব, কমলা, স্যালাইনসহ তরল খাবার উপহার দেন। এ ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক তাদের সঙ্গে ছিলেন।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইমাম আল নাসের মিশুক (সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ্ হল), নুরুল আমিন নুর (সাংগঠনিক সম্পাদক, শহীদুল্লাহ্ হল) প্রমুখ।
এ বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন, শিক্ষার্থীদের অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। সবারই অভিযোগ করেছে বনফুলের বিরুদ্ধে। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের চিকিৎসা ও সার্বিক ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পায় সেজন্য কাজ করছি। সেইসঙ্গে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলব।
মন্তব্য করুন