আওয়ামী লীগের ‘সন্ত্রাসী সংগঠন’ ছাত্রলীগ এবং যুবলীগ সাধারণ মানুষের ওপর যে অন্যায়-অবিচার করেছে, তা দেশের মাটিতে আর করতে দেওয়া হবে না বলে কঠোর হুশিঁয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
শনিবার (০২ নভেম্বর) গাইবান্ধা জেলায় দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে নয়ন এসব কথা বলেন।
‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
যুবদল সাধারণ সম্পাদক বলেন, আমরা রাজপথে থেকে স্বৈরাচারের সব ষড়যন্ত্র রুখে দেব। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সন্ত্রাস, দুর্নীতি, দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশ গড়তে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, আমরা যারা গণতন্ত্রকামী, দেশে গণতন্ত্র চাই- তারা ছাত্রলীগের মতো কারো ওপর হামলা করবে না কিংবা কারো কোনো কিছু দখল করব না- এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি ওই পথে যাই, জনগণ কিন্তু আমাদের ছেড়ে দেবে না। মানুষ মুখ ফিরিয়ে নেবে।
নুরুল ইসলাম নয়ন হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজিতে কিংবা কোনো অপকর্মে লিপ্ত হয়, দল থেকে তাৎক্ষণিক তাদের বহিষ্কার করা হবে। প্রয়োজনে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। যুবদলে কোনো অপকর্মকারী ও বহিরাগতদের স্থান হবে না।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন