রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার : ডা. তাহের

জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা
জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতসমূহের মধ্যে ভয়াবহ হচ্ছে স্বাস্থ্য খাত। এ খাতে বাজেট বৃদ্ধি হওয়া দরকার ও বরাদ্দকৃত বাজেট যাতে কাজে লাগে এটা নিশ্চিত করা দরকার। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এ খাতকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মিঝি। প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পিএইচডি গবেষক আবুল হাসনাত মো. মোরতাজা। ডা. তাহের বলেন, মানুষকে চিকিৎসা করানোর সুযোগ আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত। হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ দেওয়া যাবেনা। টাকা দিয়ে ওষুধ লেখানো এটা শরীয়তে হারাম। সুতারাং ‘নো পারসেন্টেজ’। এটা হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, বিজনেস ওরিয়েন্টেড হতে পারবে না। স্বাস্থ্যসেবায় অধিক মুনাফা করা যাবে না।

সিরাত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের যে মানবিক সত্ত্বা বা ইসলাম যে বিধান দিয়েছে তা যদি কেউ অনুসরণ করে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মনকে আল্লাহ যেভাবে চায় সেভাবে যদি পরিচালিত করে তবে ব্যক্তির শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে। ইসলামের বিধি-বিধান যদি আমরা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মেনে চলতে পারি তবে অন্যান্য দিকের মতো স্বাস্থ্যগত দিক থেকেও আমরা সুস্থ থাকতে পারি।

সমাজ বিনির্মানে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কোরআনে গাইডলাইন আছে। মানসিক এবং শারিরীক সুস্থতার জন্য বড় গাইড লাইন হচ্ছে আল কোরআন। পুরো কোরআন আর রাসুল (সা.) এর জীবনী মানলে তার অসুস্থতার সুযোগ নেই। তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য ৯০ ভাগ মুসলমানের দেশে এই বিষয়টা পরিষ্কার নয়। তিনি চিকিৎসকদেরও সচেতন হতে বলেন। হালাল এবং হারাম মেনে সবাইকে জীবন যাপন করতে বলেন। পাশাপাশি তিনি বলেন, একজন মানুষকে মানবিকতাবোধ সম্পন্ন হতে হবে। চিকিৎসা খাতকে দুর্নীতি থেকে বাঁচাতে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ্বান জানান তিনি।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাফেজ এ বি এম হিজবুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (শিশুরোগ বিভাগ) ডা. মো. আতিয়ার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী

ফিরে গেল জাইকা, অনিশ্চয়তায় র‌্যাপিড পাস সুবিধা

ব্যবসায়ী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদক কারবারিদের হামলায় পোশাক ব্যবসায়ী নিহত

অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা জানালেন তাসকিন

মানুষের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না : মুন্না

তাওহীদি জনতার বাধায় পণ্ড মেহজাবীনকে দিয়ে শোরুম উদ্বোধন

আন্দোলনে নিহত / সাব্বিরের পরিবারে হাসি ফোটালেন সাবেক এমপি কায়কোবাদ

দুর্নীতি-দখলবাজমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : নয়ন

১০

এপ্রিলে বিয়ে, আগস্টে শহীদ হন ছাত্রদলের রাব্বি  

১১

আওয়ামী অপশক্তির অপতৎপরতা নস্যাতে জাতি প্রস্তুত : এহসানুল হুদা

১২

চকরিয়ায় বনভূমি রক্ষায় জনসচেতনতামূলক মাইকিং

১৩

হাতি ও গাধা কীভাবে আমেরিকার নির্বাচনী প্রতীক হলো

১৪

নিউক্যাসলের কাছে হারে আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা

১৫

আ স ম রবকে সহযোগিতার চিঠি, স্থানীয় বিএনপিতে ‘ভয়’

১৬

নতুন আঙ্গিকে বাকশাল করেছিলেন শেখ হাসিনা : রিজভী 

১৭

এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৮

আওয়ামী লীগের মাতৃভূমি হচ্ছে ভারত : আতাউর রহমান ঢালী

১৯

সংবাদ বিজ্ঞপ্তি / স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার : ডা. তাহের

২০
X