বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের ভেতর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের অধীন রামপুরা থানার ৯৮নং ওয়ার্ড শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তরে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়।
শরীফ উদ্দীন জুয়েল বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখানে থেমে নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসসহ চক্রান্ত করছে, শিল্প প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে চায়। তাই দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সব বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আওয়ামী লীগ-যুবলীগের সন্ত্রাসীরা এবং তাদের দোসরদের সব ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে রুখে দিবে হবে।
কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ যে অন্যায়-অবিচার সাধারণ মানুষের ওপর করেছে, তা বাংলাদেশের মাটিতে আর করতে দেওয়া হবে না। আমরা রাজপথে থেকে স্বৈরাচারের সব ষড়যন্ত্র রুখে দেব। দেশ গঠনে প্রতিটি নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠতে পারে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সন্ত্রাস, দুর্নীতি, দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশ গড়তে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজিতে কিংবা কোনো অপকর্মে লিপ্ত হয়, দল থেকে তাদের বহিষ্কার করা হবে। প্রয়োজনে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। যুবদলে কোনো অপকর্মকারী ও বহিরাগতদের স্থান হবে না।
৯৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. রুহুল আমিন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব খোরশেদ আলম অপুর সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, আবুল হাসান টিটু, রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু ও সদস্য সচিব আসিব সাত্তার খান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রামপুরা থানা যুবদল এবং ওয়ার্ডের বর্তমান ও সাবেক নেতারাসহ বিভিন্ন নেতাকর্মীরা।
মন্তব্য করুন