বিএনপি আগামীতে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে স্বাস্থ্যসেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, সবার জন্য চিকিৎসা কর্মসূচির আওতায় প্রত্যেক নাগরিকের জন্য একজন চিকিৎসক নির্দিষ্ট করে দেওয়ার পাশাপাশি কিছু রোগের ফ্রি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হবে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর কলেজ মাঠে রোগাক্রান্ত বন্যার্ত মানুষের সুচিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সম্প্রতি ভয়াবহ বন্যায় রোগাক্রান্ত মানুষের চিকিৎসার জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ফ্রি মেডিকেল ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ জন চিকিৎসক ১৫শ রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।
এমরান সালেহ প্রিন্স বন্যাপরবর্তী পুনর্বাসন কার্যক্রম অতি দ্রুত শুরু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয়াবহ বন্যায় এবার ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার যদি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্যাপক পুনর্বাসন কার্যক্রম নিয়ে না দাঁড়ায়, তবে মানুষের দুর্দশার শেষ থাকবে না।
তিনি বলেন, বড়-ছোট সব ধরনের কৃষক এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা শত শত মণ ধান উঠাতেন- তারাও যেমন ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক তেমনি বর্গা চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ পুনর্বাসন এমনকি চিকিৎসাসেবা নিয়ে এগিয়ে এসেছে। একা বিএনপির পক্ষে এতবড় বিপর্যয় মোকাবিলা করা সম্ভব নয়। বন্যার পানি নেমে যাওয়ার সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সরকারি উদ্যোগে এলাকাভিত্তিক জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও শুরু করা উচিত।
তিনি বলেন, বিএনপি সরকার বা বিরোধী দলে যে অবস্থানেই থাকুক না কেন, জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে জনগণের পাশে থাকে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ উৎসবের পরিবর্তে ফ্রি মেডিকেল ক্যাম্প করে আর্তমানবতার সেবায় নিয়োজিত হবার কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, এসব আয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মুহাম্মদ ইসহাক, ডা. মাহমুদ হাসান ফারুক, ডা. ইমদাদুল হক শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, ধোবাউড়া উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান, আব্দুল কুদ্দুস, ওয়াহেদ তালুকদার, আব্দুস শহীদ, আবদুল মমিন শাহীন, রুহুল আমিন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব আল মামুন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শামিম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও এমরান সালেহ প্রিন্স দুপুরে একই স্থানে এবং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া বাজারে বন্যায় ফসলহারা কৃষকের মাঝে রবিশস্যের বীজ বিতরণ করেন ।
মন্তব্য করুন