রাষ্ট্রপতির পদ থেকে মোঃ সাহাবুদ্দিনকে অপসারণের ব্যাপারে ছাত্রনেতাদের সঙ্গে নৈতিকভাবে একমত পোষণ করেছে গণঅধিকার পরিষদ। এ ক্ষেত্রে ঐক্যমত সৃষ্টিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আয়োজনের দাবি জানিয়েছে দলটি।
রোববার (২৭ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে দলীয় এমন অবস্থানের কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।
রাজধানীর পুরানা পল্টন সংলগ্ন আল-রাজী কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে তিনটি বিষয়ে আলোচনা হয় রাষ্ট্রপতির অপসারণ; ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচন বাতিল এবং সংবিধান পুনঃলিখন বিষয়ে। গণঅধিকার পরিষদ তিনটি বিষয়ে নৈতিকভাবে একমত। দলটি রাষ্ট্রপতির অপসারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ এবং ঐক্যমতের সরকার গঠন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। এ ছাড়াও গণঅধিকার পরিষদ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে অবস্থান ব্যক্ত করেছে।
বৈঠকে গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, সহ-আইন সম্পাদক হাবিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া জাতীয় নাগরিক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আরিফুল ইসলাম আদীব।
মন্তব্য করুন