কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের গণেশ উল্টে গেছে : রাশেদ প্রধান

জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা
জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় দলটির গণেশ উল্টে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে শেরেবাংলা পার্ক মুক্তমঞ্চে জেলা জাগপা আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টসহ গত সতেরো বছরে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে শেখ হাসিনা রক্তের হোলিখেলা খেলতে চেয়েছিল। কিন্তু প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে আওয়ামী লীগ লগি-বৈঠা তাণ্ডব চালিয়েছে, পিলখানা সেনা অফিসারদের হত্যা করেছে, শাপলাচত্বর ও জুলাই-আগস্ট গণহত্যা চালিয়েছে। সেই রক্তপিপাসু আওয়ামী লীগকে বাংলার জমিনে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। সুতরাং রক্তের হোলিখেলা শেষ, আওয়ামী লীগের গণেশ উল্টে গেছে।

তিনি আরও বলেন, কথাবার্তা পরিষ্কার, ভারত সরকারকে আগামী নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। অতীতের সব গুম-খুনের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হাইকোর্ট কিংবা জর্জকোট নয়; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে।

জাগপার এই মুখপাত্র বলেন, রাষ্ট্র-সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগ ও দিল্লির আগাছা পরিষ্কার হবে কিনা সেটা দেশবাসী জানতে চায়। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, জনগণের পেটে ভাতের প্রয়োজন। অবিলম্বে নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনুন। ছাত্রলীগের সন্ত্রাসী কাজের হুকুমদাতা আওয়ামী লীগের অপরাজনীতি নিষিদ্ধ করুন।

পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী ও সাব্বির আলম চৌধুরী রাজিবের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসেন, শহর সেক্রেটারি জেনারেল নাসির উদ্দিন সরকার, জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহসভাপতি মফিদুল ইসলাম মফি, দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম, গাইবান্ধা জেলা জাগপার সভাপতি জাহিদুল ইসলাম, পঞ্চগড় উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, পৌর জাগপার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলার মাওলানা বজলুর রহমান, বোদা উপজেলা জাগপার সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক হাবিব মাস্টার, দেবীগঞ্জের সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদিন, জাগপা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পঞ্চগড় জেলা যুব জাগপার আহ্বায়ক কামরুজ্জামান কুয়েত, পৌর যুব জাগপার জনি, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদপন্থি নেতা মুফতি মুআজ বিন নূর ৩ দিনের রিমান্ডে

চলাচলের রাস্তায় যুবলীগ নেতার সবজি চাষ

গাজা উপত্যকা এখন মানবতার কবরস্থান : জাতিসংঘ

ক্ষেপণাস্ত্র সমালোচনা / যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল পাকিস্তান

গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ আগুন

মেলবোর্ন সাংবাদিকের সঙ্গে বাদানুবাদে কোহলিকে ঘিরে সমালোচনার ঝড়

দেশের বাজারে এলো পেট্রোনাস নেক্সটা 

সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বসেরা 

‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ প্রতিষ্ঠার দাবি প্রশাসন ক্যাডারদের

যুক্তরাষ্ট্র থেকে তেল না কিনলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১০

কাতারে বিজয় মেলার পর্দা নামল

১১

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি

১২

আবারও বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের প্রকোপ

১৩

আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক

১৪

দুষ্কৃতকারীদের কঠোর শাস্তি দেওয়া হোক : ডা. শফিকুর রহমান

১৫

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

১৬

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

১৭

হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক

১৮

গাজা যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ অগ্রগতি

১৯

এবার ইসরায়েলের হয়ে ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X