কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আমলারা কীভাবে রাজনীতিবিদ হলো’

‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ : অর্থনৈতিক নীতিমালা প্রসঙ্গ’ বিষয়ক আলোচনা। ছবি : কালবেলা
‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ : অর্থনৈতিক নীতিমালা প্রসঙ্গ’ বিষয়ক আলোচনা। ছবি : কালবেলা

সিপিডির ডিস্টিংগুইস ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমলারা কীভাবে রাজনীতিবিদ, রাজনীতিবিদ কীভাবে ব্যবসায়ী, ব্যবসায়ী কীভাবে রাজনীতিবিদ হলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অসহায় করে ফেলা, আইন প্রণেতাদের স্বার্থভোগী হয়ে ওঠা এই দুষ্টচক্র নিয়ে কেউ প্রশ্ন করেনি। প্রাতিষ্ঠানিক, নির্বাচনী সংস্কারের সঙ্গে সঙ্গে অর্থনীতি বিষয়ক সংস্কারেও মনোযোগ দিতে হবে। শনিবার ( ২৬ অক্টোবর ) সকাল সাড়ে ৯টায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ : অর্থনৈতিক নীতিমালা প্রসঙ্গ’ বিষয়ক আলোচনা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে তিনি এসব কথা বলেন। আলোচকদের মধ্যে আরও ছিলেন সিজিএসের চেয়ার মুনিরা খান, অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শাহিদুল ইসলাম জাহিদ, এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ, এফবিসিসিয়াইর স্থায়ী কমিটির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আব্দুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ডিসিসিআইর সাবেক সভাপতি সবুর খান, ইউএনডিপি বাংলাদেশের সাবেক সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশিজের চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরী, অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবু ইউসুফ, রাজনৈতিক বিশ্লেষক সালেহ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুপ্রভা সুবহা জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী সাদিক মাহবুব ইসলাম।

মুনিরা খান বলেন, দেশের বাইরে অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মিডিয়ার ভূমিকা আছে দেশের অর্থনীতির দুর্বলতা নিয়ে কথা বলায়। মিডিয়া যখন দেশের ব্যাংকগুলোকে দুর্বল বলে তালিকাবদ্ধ করে তখন সেখান থেকে টাকা সরিয়ে ফেলার প্রবণতা উল্টো বেড়ে যায়, টাকা পাচারের প্রবণতাও বাড়ে। এতে ব্যাংকগুলো আরও দুর্বল হয়ে পড়ে। আমরা যৌক্তিক সমালোচনা করব, দেশের অর্থনীতি অথবা সরকারকে বিপদে ফেলে নয়। ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সব সামাজিক সংস্থাকে একত্রীকরণ করা উচিত। জনগণের জন্য সংস্কার প্রয়োজন। পারভেজ করিম আব্বাসী বলেন, ৪৭ বিলিয়ন ডলার ঋণ নিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। পোশাকশিল্পে অস্থিরতা বন্ধে শ্রমিকদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। নির্বাচনের মাধ্যমে, রাজনৈতিক স্থিতিশীলতা আনার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। ড. সায়মা হক বিদিশা বলেন, নারী উদ্যোক্তাদের জন্য তথ্য প্রবাহ বাড়ানো প্রয়োজন। কর্মসংস্থান বাড়াতে আমাদের কাজ করতে হবে। রেমিট্যান্স বাড়াতে সরকারি ব্যবস্থাকে উৎসাহ দিতে হবে। বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ করতে হবে, বিভিন্ন এলাকায় কর্মক্ষেত্র তৈরি করার মাধ্যমে ঢাকামুখিতা কমাতে হবে। আর্থিক, রাজস্ব, সরকারি খাতগুলোতে মনোযোগ দিলে অনেকাংশে সংকট উত্তরণ করা সম্ভব হবে।

শাহিদুল ইসলাম জাহিদ বলেন, পরিবেশ ধ্বংস করে যে আমরা বিভিন্ন প্রকল্প তৈরি করি, এর পরিণাম আমরা চিন্তা করিনি। আবদুল আউয়াল মিন্টু বলেন, সরকারি চাকরিতে মাত্র ৫ শতাংশ তরুণ সমাজ আসছে। বাকি যত শতাংশ কর্মক্ষম তরুণ- তাদের কর্মসংস্থানের জন্য প্রয়োজন বিনিয়োগ। গণতান্ত্রিক সরকার এলে অর্থনীতিসহ অন্যান্য সংকট মোকাবিলা করা সহজ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, উন্নয়ন নিয়ে যত কথা হয় কর্মসংস্থান নিয়ে তত কথা হয় না। ইন্ডাস্ট্রি তৈরি না হওয়ায় আমরা পিছিয়ে যাচ্ছি। নীতিমালা প্রণয়ন ও কর্মসম্পাদন দুটি আলাদা কাজ।

মোহাম্মদ আবদুল মজিদ বলেন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা না থাকলে দ্রব্যমূল্য বা ব্যবসার খরচ না কমে বরং বাড়বে। সরকার ও রাজস্ব কর্মকর্তারা কাজ না করলে এক্ষেত্রে স্বচ্ছতা আসবে না। মো. জসিম উদ্দিন বলেন, উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য আগে ব্যাংকের নীতিমালা নিয়ে কাজ করা প্রয়োজন। শাহেদুল ইসলাম হেলাল বলেন, ঘুষ ছাড়া আজকাল কোনো ব্যবসা হয় না। এই ধরনের ঘুষের রাজনীতি তরুণদের সামনে ভালো উদাহরণ তৈরি করছে না।

আসিফ ইব্রাহিম বলেন, সরকারের পক্ষ থেকে তরুণদের শিক্ষা, কর্মসংস্থানে অংশগ্রহণের জন্য ক্রেডিট কার্ড তৈরি করতে হবে।

আব্দুল হক বলেন, অর্থনীতিতে আগে যে সহযোগিতার সংস্কৃতি ছিল তা এখন নেই। সবুর খান বলেন, কথায় কথায় বলছি ঋণখেলাপি, যারা ঋণ নিচ্ছে তাদের ট্যাক্স ফাইল কেন দেখা হয় না? প্রসেনজিৎ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে অন্যান্য জেলার আদিবাসীদের অবস্থা খারাপ। আদিবাসীদের অবস্থার উন্নয়নে, বৈষম্য নিরোধে তাদের অর্থনৈতিক ব্যবস্থায় সম্পৃক্ত করতে হবে। মীর নাসির হোসেন বলেন, বাজার ব্যবস্থাপনা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, দুর্বৃত্তায়ন নিয়ে কথা না বলতে পারি তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না।

সালেহ আহমেদ বলেন, রাজনৈতিক ব্যবস্থা যতদিন ঠিক না হবে ততদিন পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে না। এই মুহূর্তে সরকারের উচিত অর্থনৈতিক ব্যবস্থাকে সুরক্ষা দেওয়া, যা এই দেশের মেরুদণ্ড। জিল্লুর রহমান আলোচনার শুরুতে বলেন, কাগজে-কলমে নয়, মননে আমাদের সংস্কার হওয়া প্রয়োজন। সংস্কারের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। সুপ্রভা সুবহা জামান বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কথা বলতে হবে, রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমরা হারাতে চাই না। সাদিক মাহবুব ইসলাম বলেন, সরকারের সংস্কার ব্যবস্থা এখনো দৃশ্যমান নয় এবং তরুণদের কথা সেখানে তুলে ধরা হচ্ছে না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে যা পেল পুলিশ

এসিআইয়ে চাকরির সুযোগ

শিক্ষক সুজন হত্যা মামলায় গ্রেপ্তার ৩

নড়াইলে ৩ জনকে পিটিয়ে হত্যা

অভিজ্ঞতা ছাড়াই স্নাতক পাসে চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

সাতক্ষীরায় বেধড়ক পিটুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণের দুয়ার খুলছে

ঢাকা কলেজ শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে অর্থ আদায়

মার্কিন নির্বাচনের খরচ কত, কে দেয়?

ক্ষুধা লাগলে বিদ্যুৎ খান তিনি

১০

‘২৮ অক্টোবর দেশে ফ্যাসিবাদের সূচনা করেছে আ.লীগ’

১১

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৪

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৫

চট্টগ্রামে জুস কারখানায় আগুন

১৬

গুম কমিশনে অভিযোগ করলেন ব্যারিস্টার আরমান

১৭

জাগপার নতুন সভাপতি লুৎফর, সম্পাদক রিয়াজ

১৮

সংস্কার খুব ধীরগতিতে চলছে : লায়ন ফারুক

১৯

নোয়াখালীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬

২০
X