দ্রব্যমূল্যের বাজারে আওয়ামী লীগের সিন্ডিকেট এখনো বহাল আছে দাবি করে দ্রুত সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক।
শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা রাজধানীর পল্লবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের জন্য মেহমানদারির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। আজকে সবজিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখনো বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের দখলে কেন? আওয়ামী লীগের আমলে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য যে সব সিন্ডিকেট বাজারে ছিল, তা দ্রুত সময়ের ভিতরে ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি এ দেশের মানুষের দল, এ দেশের জনগণের দল। জনগণের জন্য করণীয় ঠিক রেখে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য থেকে জনগণের জন্য কাজ করে চলেছি। বাংলাদেশের যে কোনো সংকটকালীন ও দুর্যোগকালীন মুহূর্তে, করোনাকালীন ও বন্যার সময় এবং বর্তমান ডেঙ্গু প্রকটে আমরা মানবিক কারণে সর্বদা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এ ছাড়া তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের দলের বহু নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে, অনেকে পঙ্গুত্ববরণ করে বসে আছে। এ ছাড়া গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে আমাদের বহু ছাত্র ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষকেও গুলি করে হত্যা করা হয়েছে। সে জায়গা থেকে আমরা চাই, আমাদের ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই এই আওয়ামী স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হোক। বাংলাদেশের মানুষ সেই বিচার দেখতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ।
মন্তব্য করুন