বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানান তিনি।
সরকারের উদ্দেশে ফারুক রহমান বলেন, একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্র কাঠামোর ন্যূনতম যেসব সংস্কার প্রয়োজন, দ্রুততম সময়ে সেটা সম্পন্ন করে নির্বাচন দিন। যে নির্বাচনে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। আর এর মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত জনগণের সরকার গঠিত হবে- যারা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করবে। এই সরকারে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা রূপরেখা প্রণিত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও যানজট নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। দেশের মানুষ শুধু সুন্দর বক্তব্য শুনতে চায় না, তারা পেটে ভাত চায়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-এনডিপির চেয়ারম্যান আবু তাহের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক কৃষক দল নেতা শাহজাহান সম্রাট প্রমুখ নেতারা।
মন্তব্য করুন