দেশের মানুষের জন্য ভালো কিছুর অবদান রাখতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, বিএনপি এমন একটি দল, যার কাছে মানুষ প্রত্যাশা করে। এ দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগেরহাটের সিএন্ডবি বাজারে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে মুন্না এসব কথা বলেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় দিকনির্দেশনামূলক জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এই কর্মসূচি পালন করা হয়।
যুবদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা দলে জায়গা দিব না। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজে কেউ জড়িয়ে পড়লে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না।
তিনি আরও বলেন, রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ, মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করবো, ততই মানুষ আমাদের ভালবাসবে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।
মোনায়েম মুন্না বলেন, হাসিনা দেশ ছেড়ে পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ সময় বাগেরহাট জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন