জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রায় সাড়ে ১৩ বছর আমরা আমাদের অফিসে ঢুকতে পারিনি, আপনারা তার সাক্ষী। শুধু কেন্দ্রীয় অফিস নয়, সারা বাংলাদেশে জামায়াতের অফিস সিলগালা করে রেখেছিল তারা।
সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত আজ আমাদের অফিস ভিজিট করতে এসেছেন, আজকে আমাদের বৈঠকটি খুবই হৃদ্যতাপূর্ণ এবং সফল একটি বৈঠক ছিল। দুই দেশের সম্মান এবং ভালোবাসা কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয় বিস্তারিত কথা হয়েছে আমাদের। বিশেষ করে আগামী দিনগুলোতে স্কিল ডেভলপমেন্ট নিয়ে অস্ট্রেলিয়া আমাদেরকে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। এর সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া কীভাবে আরও সহযোগিতা করতে পারে সে বিষয়ও কথা হয়েছে।
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লবে যারা চোখ, হাত, পাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে তাদের সুচিকিৎসার জন্য তাদের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন