বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুর্গাপূজার বিজয়া দশমীতে ময়মনসিংহের হালুয়াঘাটের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের দুর্গোৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।
তিনি পূজামণ্ডপে বক্তব্যে দুর্গাপূজা নির্বিঘ্নে ,শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার বিশৃঙ্খলা সৃষ্টির অশঙ্কা থাকলেও সরকার, বিএনপি, প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও যাতে কেউ ষড়যন্ত্র না করতে পারে, সেদিকে নজর রাখতে হবে।
এমরান সালেহ প্রিন্স বলেন, সকল ধর্ম-বর্ণ-গোত্রের মেলবন্ধনে বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপির আদর্শ। ধর্ম, দল, মত যার যার, রাষ্ট্র সবার নীতির আলোকে বৈষম্যহীন নতুন রাষ্ট্র কাঠামো গড়বে বিএনপি। যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের প্রতিফলন থাকবে।
তিনি সকলকে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানান।
মন্তব্য করুন