শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সম্মিলিতভাবে ডেঙ্গু নির্মূলের চেষ্টা করা হবে : ডাক্তার রফিক

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

দুই দশক ধরে জনগণের কাঁধে চেপে বসা ফ্যাসিস্ট সরকারকে ছাত্র-জনতা মিলে তাড়িয়েছি। এবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভয়াবহ ডেঙ্গু মশাকেও নির্মূলের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ডেঙ্গু রোগের উৎস এডিস মশা নির্মূলে নগরবাসী সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে অবশ্যই এর প্রাদুর্ভাব রোধ করা সম্ভব।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে নয়াপল্টনের মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ডাক্তার রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই দলের নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধে প্রথমে জনসচেতনতা সৃষ্টি, দ্বিতীয়ত ডেঙ্গু রোগ হলে তার প্রতিকারে নগরবাসীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইতোমধ্যে জনসচেতনা তৈরিতে মাইকিং ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করে আসছে। যা অব্যাহত থাকবে। ঢাকা মহানগরে ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেটের প্রয়োজনে রক্তের চাহিদা মেটাতে বিএনপি নেতাকর্মীদের রক্তদানের জন্য একটি গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপে নগর দক্ষিণ বিএনপির রক্তদানে ইচ্ছুক নেতাকর্মীদের নাম মোবাইল নম্বর রক্তের গ্রুপসহ সকল তথ্যাদি একটি ওয়েবসাইটে দেওয়া থাকবে, মহানগর দক্ষিণে দুটি হট লাইন নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে যাতে নগরবাসী ডেঙ্গু রোগ হলে রক্তসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন।

ডাক্তার রফিক বিএনপির এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে নগরবাসীর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

নগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব যুগ্ম আহ্বায়কসহ সদস্যরা এবং থানা এবং ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে তানভীর আহমেদ রবিন বলেন, মানুষ তার সদিচ্ছা এবং কর্মযজ্ঞ দিয়ে অতীতে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে। ডায়রিয়া, কলেরা, গুটি বসন্তের মতো ভয়াবহ রোগকেও জয় করেছে। তাই এবার আসুন আমরা ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে আন্তরিকতা দিয়ে নিজেদের শহরকে এডিস মশামুক্ত করি এবং ডেঙ্গুকে চিরতরে বিদায় করি।

সবার শেষে নগরবাসীর বিতরণের জন্য ঢাকা মহানগর দক্ষিণের ৮০ টি সাংগঠনিক ওয়ার্ডে লিফলেট পৌঁছে দেওয়া হয় এবং ১৪ অক্টোবর থেকে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে রিকশাযোগে মাইকিং ও বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছিটকে পড়ে নিহত ২

পরিচয় মিলল রাস্তায় পড়ে থাকা সেই কার্টনভর্তি খণ্ডিত লাশের

মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করল চীন

‘বস’ সম্বোধন করে ড. ইউনূসকে উপদেষ্টা আসিফের ধন্যবাদ

মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান

দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

মিয়ানমারের ভূমিকম্পে / পরিবারকে বাঁচাতে ৬০০ ফুট নিচে ঝাঁপ দিলেন বাবা

ড. ইউনূস-মোদির বৈঠককে যেভাবে দেখছেন মির্জা ফখরুল

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি : কাদের সিদ্দিকী

লাস ভেগাসে `অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর এক ঝলক

১০

আর্জেন্টিনাকে উড়িয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ!

১১

নববধূর সঙ্গে পরকীয়া, ঘটক গ্রেপ্তার 

১২

পলিথিনে স্কচটেপে প্যাচানো ছিল মানবদেহের খণ্ডিত অংশ

১৩

‘আউলিয়া কেরামদের প্রতি মহব্বতই শান্তি-সম্প্রীতি এনে দিতে পারে’

১৪

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুতে জামায়াতের শোক

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি যুবরাজ-পেজেশকিয়ানের ফোনালাপ

১৬

শর্ত ভঙ্গ করায় যাত্রাপালা বন্ধ করল প্রশাসন

১৭

সংস্কারও চাই, ডিসেম্বরে নির্বাচনও চাই : যুবদল নেতা জুয়েল

১৮

ভয়ংকর বিপদে ইসরায়েল, গৃহযুদ্ধের শঙ্কা

১৯

ড. ইউনূস-মোদির বৈঠক, এনসিপির মিশ্র প্রতিক্রিয়া 

২০
X