দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় ড. ফরহাদ বলেন, আমরা এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। এখানে আমরা সবাই সমান। আমরা সবাই বাংলাদেশি। আমরা কারও সঙ্গে কারও বিভেদ করি না। হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুর মতো তাদের পাশে রয়েছি।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করে এসেছি। সেই গণতন্ত্র আমাদেরই ধরে রাখতে হবে।
মন্তব্য করুন