শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বন্যাদুর্গতদের মাঝে বিএনপি নেতা প্রিন্সের ত্রাণ বিতরণ

ত্রাণসামগ্রী বিতরণকালে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ত্রাণসামগ্রী বিতরণকালে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

শনিবার (১২ অক্টোবর) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ও শাকুয়াই ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ, দুর্দশা ও চাহিদার কথা শোনেন। এসব এলাকায় ঘরবাড়ি পানিতে ডুবে যাবার পাশাপাশি ছোট-বড় মাছ, গবাদিপশু, হাঁস, মুরগির খামার পানিতে ভেসে যায়। এ সময় এমরান সালেহ প্রিন্স জনগণকে সাহস ও মনোবল না হারিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার করতে বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি পর্যাপ্ত ত্রাণ ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছানোর আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ত্রাণ তৎপরতায় সর্বশক্তি নিয়ে কাজ করছে। কিন্তু বন্যার্ত মানুষকে বাঁচাতে সরকারকে সর্বশক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, জমির ফসল, ফিশারিজের মাছ হারিয়ে দিশেহারা মানুষ। বাড়িঘরে পানি ওঠায় রান্না করার সুযোগ নেই। পানি প্লাবিত এলাকায় গবাদিপশু নিয়েও মানুষ বিপাকে রয়েছে। সরকারকে সমন্বিত উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত সবার জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি নিতে হবে। সরকারি ত্রাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং ত্রাণ বিতরণের প্রক্রিয়া ত্রুটিমুক্ত না হওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এমরান সালেহ প্রিন্স বলেন, এখন পর্যন্ত আওয়ামী আমলে প্রহসনের নির্বাচনের ইউনিয়ন পরিষদ বাতিল না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন।

আওয়ামী ইউনিয়ন পরিষদ দিয়ে ত্রাণ বিতরণ করলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে আওয়ামী নেতাকর্মীরাই উপকৃত হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন করতে স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, বাহিনী, পুলিশ, আনসারের সমন্বয়ে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করতে হবে।

তিনি বন্যায় ভেঙে যাওয়া বাড়িঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা, ব্রিজ,কালভার্ট পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষক এবং বিলীন হওয়া বস্তিবাসীদের আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করার আহ্বান জানান।

হালুয়াঘাটের প্রত্যন্ত এসব এলাকা বন্যার পানিতে সয়লাব হয়ে গেছে। ট্রলার নিয়ে ত্রাণ দিতে যাওয়ার সময় দূরদূরান্ত থেকে মানুষ পানি সাঁতরে ত্রাণ নিতে আসেন। প্রত্যন্ত এলাকায় ত্রাণ দেওয়ার জন্য বন্যার্ত মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন।

এ ছাড়া এমরান সালেহ প্রিন্স আজ হালুয়াঘাটের শাকুয়াই, স্বদেশী, ধারা, নড়াইল ও সদর ইউনিয়ন এবং পৌর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জনগণকে শুভেচ্ছা জানান। তিনি নির্বিঘ্নে, নিরাপদে, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সন্তোষ প্রকাশ করেন। তিনি আওয়ামী লীগ ও দেশি বিদেশি চক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, হাফিজ উদ্দিন, নুরুল আমিন, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্যসচিব তাজবীর হোসেন অন্তর, জেলা জাসাসের সহসভাপতি রাব্বি কায়সার আরাফাত, যুবদল নেতা মাজহারুল ইসলাম রিপন, সারোয়ার আহমেদ রুবেল, ছাত্রদল নেতা আল আমিন, শাহীন আলম, আল মামুন, জসিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

উইন্ডিজের প্রতিরোধ ভেঙে বাংলাদেশের স্বস্তি

টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস / ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়িক অংশীদার চাই

২০২৪ সালের হাইয়েস্ট কালেকশন দরদের : শাকিব 

নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত

রাজনীতিতে আ.লীগের পুনর্বাসন ঠেকাতে হবে: নুর

নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমে আসবে : মির্জা ফখরুল

খাসজমির দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক 

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

১০

আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

১১

ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

১২

একদিকে প্রশান্তি, অশান্তিও বিরাজ করছে: শামা ওবায়েদ

১৩

চোর সন্দেহে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন

১৪

র‍্যানকন মটরসের সঙ্গে ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের চুক্তি

১৫

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : নয়ন

১৬

‘এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না’

১৭

জুলাই বিপ্লবে আহত মুক্তিযোদ্ধার ছেলে বাবুকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড

১৮

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

১৯

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : পরিবেশ উপদেষ্টা

২০
X