দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতারা বলেন, আমাদের আশা, হিন্দু সম্প্রদায় দুর্গাপূজার উৎসবটি যথাযথ মর্যাদা ও গাম্ভীর্য নিয়ে উদযাপন করবে।
সব ধরনের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়ে তারা বলেন, এবি পার্টি চায় মন্দির বা মণ্ডপে যেন কোনো কুচক্রীমহল ধর্মীয় উদযাপনের পরিবেশে বিঘ্ন না ঘটাতে পারে। তারা সবাইকে সেদিকে সজাগ দৃষ্টির আহ্বান জানান।
পাশাপাশি সাম্প্রদায়িক সহাবস্থানের যে ঐতিহ্য আমাদের রয়েছে, তার ধারাবাহিকতায় দুর্গাপূজার আগমনে সব সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে পড়বে এ প্রত্যাশা এবি পার্টির।
মন্তব্য করুন