কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘যানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’

যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের মানববন্ধন। ছবি : সংগৃহীত
যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের মানববন্ধন। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘রাজধানীর তীব্র যানজট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এই জানজটের রহস্য উদঘাটন করে দ্রুতই সমাধান না করতে পারলে সরকারের আন্তরিকতা নিয়ে জনমনে অনাস্থার সৃষ্টি হবে। অসহনীয় এই যানজটের পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন থাকতে পারে, ট্রাফিক পুলিশের গাফেলতি এবং এনালগ সিস্টেমে ট্রাফিক কন্ট্রোলেরও দায় রয়েছে। সরকারকে দ্রুতই এর কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আল আমিন সোহাগের সভাপতিত্বে ও নগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, ‘সরকার চাইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রশিক্ষিত জনশক্তি ট্রাফিক কন্ট্রোলে কাজ করবে। স্বৈরাচার পতনের পর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ পীর সাহেব চরমোনাইর কর্মী বাহিনী দক্ষতার সাথে দীর্ঘদিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আবারও দেশের প্রয়োজনে আমরা যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি।’

যুবনেতা মাওলানা নেছার উদ্দিন আরও বলেন, ‘সরকার এখনো সিন্ডিকেট ভাঙ্গতে সক্ষম হয়নি। যার ফলে হু হু করে দ্রব্যমূল্য বেড়েই চলছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমন দেশতো আমরা চাইনি। দেশের সংকটে আমরা সবাই যেমন লড়েছি, অভাব হলে সবাই মিলে কষ্ট করতেও রাজি আছি। কিন্তু একদল মধ্যস্বত্বভোগীদের কারণে পুরো জাতি কষ্ট করবে এটা মেনে নেওয়া যায় না। অচিরেই এই সিন্ডিকেট ভাঙ্গতে হবে। সরকার ব্যর্থ হলে আমাদের বলুন, আমরা প্রবল ক্ষমতাধর স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছি, কতিপয় সিন্ডিকেটবাজকে সহজেই শায়েস্তা করতে পারব ইনশাআল্লাহ।’

সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী তার বক্তব্যে বলেন, ‘যখন তীব্র গরম ও জানজটে মানুষ অতীষ্ট, ট্রাফিক পুলিশরা তখন গল্প গুজব ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। পুলিশ কেন কাজে যথাযথ ফাংশন করছে না, এটা খুঁজে বের করা জরুরি। অন্তর্বর্তী সরকারকে আমরা অভয় দিচ্ছি, আপনারা সাহসিকতার সাথে সংস্কার চালিয়ে যান। অগ্রাধিকার নির্ধারণ করে দেশের উন্নয়নে কাজ করুন, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সকল সহযোগী সংগঠন আপনাদের পাশে থাকবে।’

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় উপসম্পাদক কে এম শামিম আহমদ, নগর দক্ষিণের সহসভাপতি মুফতি শওকত উসমান, কে এম নাসির উদ্দীন, মুহাম্মদ কবির আহমদ।

বক্তারা তাদের বক্তব্যে দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র, স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়া, পাহাড়ে অশান্তি, নতুন করে একদল চাঁদাবাজের দৌরাত্ম্য এবং হলদখল ও সিন্ডিকেট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকের সঙ্গে যা করল ইসরায়েল

বিএনপি নেতার অর্থায়নে রাস্তা সংস্কার

পূজায় নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান

মায়ের পা ধুয়ে মিষ্টিমুখ করিয়ে ভালোবাসা প্রকাশ

বাংলাদেশিদের ওপর মিয়ানমারের গুলি, কারণ জানাল কোস্টগার্ড

অংকুর আয়োজিত নবীর জীবনী পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইনজুরিতে পড়া বাভুমাকে নিয়েই বাংলাদেশে আসবে প্রোটিয়ারা

‘দুর্নীতি-লুটপাটের কারণেই আ.লীগ দেশ থেকে পালিয়েছে’

প্রকৌশলী তামিমকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি অ্যাবের

মৌসুমি বায়ু ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

১০

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যায় ৫ আসামি রিমান্ডে

১১

১,০০০ গোলের লক্ষ্যে কোন পথে এগোবেন রোনালদো?

১২

ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৩

বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ

১৪

‘গুন্ডামি-মাস্তানিতে রাজনৈতিক দলের জনপ্রিয়তা অর্জিত হয় না’

১৫

রাতেই ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৬

সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ৩

১৭

আবারও প্রেমে মজেছেন মধুমিতা

১৮

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের গ্রেডিং নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল

১৯

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা

২০
X