ছাত্র-জনতার গণআন্দোলন দমনে গণহত্যা চালানো হয়েছিলো এমন অভিযোগ করে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর তোপখানায় অস্থায়ী কার্যালয়ে জোটের এক সভায় এ দাবি জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দুই মাস হলো আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু আওয়ামী প্রেতাত্মারা এখনও প্রশাসনে সক্রিয় ও বহাল তবিয়তে রয়েছেন। তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনা এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে নিবন্ধনের আরপিও দ্রুত বাতিল করতে হবে। বিশৃঙ্খলা রোধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জোট শরিক জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আবদুল বারিক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল আলম, গণদলের অতিরিক্ত মহাসচিব নুরুল কাদের চৌধুরী, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য সুরাইফুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ও সৈয়দ মাযহারুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন