ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুল হককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে খিলগাঁও নন্দীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজিজুল হকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে ডিবির মতিঝিল বিভাগ গ্রেপ্তার করেছে।
এর আগে একই দিন রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়াও মধ্যরাতে কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন