কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিতর্কিত আমলাদের রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়’

‘জাগ্রত বাংলাদেশ’ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
‘জাগ্রত বাংলাদেশ’ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও তার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলারা এখনো স্বপদে বহাল রয়েছে। প্রশাসনে তাদের রেখে কোনোভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। অবিলম্বে এই বিতর্কিত আমলাদের অপসারণ করতে হবে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জনপ্রশাসনে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে ‘জাগ্রত বাংলাদেশ’ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা ফারুক বলেন, আমরা এখনো দেখতে পাই- বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠেপড়ে লেগেছে। তাদের মূল এজেন্ডা বাংলাদেশ থেকে শহীদ জিয়ার আদর্শ চিরতরে মুছে ফেলা, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতিকে চিরতরে বন্ধ করে দেয়া; তারেক রহমান যেন আর কোনোদিন বাংলাদেশে না আসতে পারে। তাই এই বিতর্কিত দালাল, আমলাদের অবিলম্বে অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া-তারেক রহমানসহ বিএনপির এমন কোনো নেতা নেই, যাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়নি। এর মধ্য দিয়ে তারা আমাদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- আজ হাসিনা নেই, কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশেই রয়েছি। দেশের কথা, জনগণের কথা বলছি।

জয়নুল আবদিন ফারুক বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাদের বিতর্কিত জজদের দিয়ে সাজা দেওয়া হয়েছে। এই সরকার ছাত্র-জনতার বিপ্লবের সরকার। ফলে এই বিতর্কিত জজরা এখনো কীভাবে বহাল তবিয়তে চাকরিতে বহাল রয়েছেন, তা দেশবাসী জানতে চায়।

তিনি বলেন, ওয়ান-ইলেভেন সরকার রাজনীতি থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু বাংলার জনগণ তা হতে দেয়নি। দেশের জনগণ চায়, আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এই দেশ পরিচালিত হবে।

‘জাগ্রত বাংলাদেশ’র সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূইয়া সবুজ, প্রজন্ম একাডেমি’র সভাপতি এবং লেখক ও গবেষক কালাম ফয়েজী, জাগ্রত বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন রুমী, প্রতিবাদ’র সভাপতি ইব্রাহিম হোসাইন, মৎস্যজীবী দলের সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী, আবু হায়দার মো. সিদ্দিকুর রহমান, রাজু আহমেদ শাহ, প্রতিবাদ’র সাধারণ সম্পাদক মো. নবী হোসেন, এস এম কমর উদ্দিন, মো. কবির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি’

নারী ক্রিকেটে বাড়ছে সুযোগ-সুবিধা

ডিসি কর্তৃক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণে সাতক্ষীরা প্রেস ক্লাবের প্রতিবাদ

নরসিংদীতে ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

পদ্মা থেকে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২

ফাইনালে রংপুর, অপেক্ষায় ঢাকা মেট্রো ও খুলনা

মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল

চাঁদা না দেওয়ায় কারখানা মালিককে শ্বাসরোধে হত্যা

মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার

১০

কিশোরগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠানে অতিথি ছাত্রলীগ নেতা

১১

গাইবান্ধায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

১২

শ্রাবণী এখন শ্রাবণ

১৩

ঘুরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

১৪

জুমার দিনে মসজিদে আগুন দিল ইসরায়েলিরা

১৫

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে চিত্রকর্ম প্রদর্শনী

১৬

আরেকটি বাংলাদেশ-ভারত ফাইনাল কাল

১৭

বাংলাদেশে ইসলামি চরমপন্থা আসবে না : ড. ইউনূস

১৮

ভারতীয় মিডিয়ার তথ্য বিভ্রান্তিকর-অতিরঞ্জিত : প্রেস উইং ফ্যাক্ট চেক

১৯

দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

২০
X