সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন নাজমুল গাজীর চিকিৎসা ব্যয় গ্রহণ করার পাশাপাশি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পুঙ্গ হাসপাতালে তাকে দেখতে গিয়ে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ৫০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেন। এ সময় তিনি আহত নাজমুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জানা যায়, নাজমুল গাজী গত রোববার চট্টগ্রামের ইপিজেড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। ওই দুর্ঘটনায় নাজমুলের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গ হাসপাতালে আনা হয়। খবর পেয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ হাসপাতালে ছুটে যান। দায়িত্বরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ড. মাসুদ, নাজমুলের চিকিৎসার পাশাপাশি আত্মকর্মসংস্থানের দায়িত্ব নিয়ে বলেন, আমরা আমৃত্যু দেশ ও মানুষের সেবা করে যাব।
মন্তব্য করুন