গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর উদ্ভুত পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফেনী সদর উপজেলায় লেমুয়া ইউনিয়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল গণসংযোগ, পথসভা ও লিফলেট করেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এসএম জিলানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহসাধারণ সম্পাদক মো. রাসেল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, এসএম কায়সার লেলিন, সাংগঠনিক সম্পাদক সবুজ, যুগ্ম সম্পাদক দোলনসহ অনান্য নেতাকর্মী। এস এম জিলানী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সবাইকে সংযত হতে হবে ধৈর্য ধারণ করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুন্ন হয়।
তিনি আরও বলেন, স্বৈরশাসক হাসিনা পালিয়ে গেলেও তাদের দোষররা এখনো এদেশে রয়েগেছে তাই তাদের কোনো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। তারা আপনাকে প্রলোভন দিবে প্রলুব্ধ করবে তাই তাদের থেকে সাবধান থাকতে হবে।
মন্তব্য করুন