আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ অক্টোবর ঢাকার খিলগাঁও জাগরণী মাঠে অনুষ্ঠিতব্য ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’-এর তারিখ ও স্থান পরিবর্তন করা হয়েছে। মহাসম্মেলনের পূর্ব নির্ধারিত তারিখ ও স্থান পরিবর্তন করে আগামী ৬ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাসম্মেলনে দেশ ও বিদেশের বরেণ্য ইসলামিক স্কলাররা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদ্রাসায় সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এছাড়া কেন্দ্রীয় কমিটির গত বৈঠকে মহাসম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক, মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে সহকারী আহ্বায়ক এবং সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলামকে সমন্বয়ক করে একটি সাবকমিটি গঠন করা হয়েছিল। আজকে সেই সাবকমিটিকে মহাসম্মেলনের সার্বিক প্রস্তুতি এখন থেকেই জোরদার করার ব্যাপারে বিশেষ নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকে মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ দেশের প্রাচীনতম অরাজনৈতিক দ্বীনি সংগঠন। আমরা এই সংগঠনের ব্যানারে প্রায় তিন যুগ ধরে ‘আক্বিদায়ে খতমে নবুওয়ত’ হেফাজতের ঈমানি দায়িত্ব আনজাম দেওয়ার সর্বাত্মক চেষ্টা-কোশেশ ও মেহনত চালিয়ে আসছি। এ জন্য যখন যে দলই ক্ষমতায় এসেছে, আমরা তাদের কাছে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য জোর দাবি জানিয়ে এসেছি। সামনে দেশে নির্বাচন আসছে। সে নির্বাচনে যে দলই এ দেশের নবীপ্রেমিক আপামর তৌহিদি জনতার ভোট নিজেদের পক্ষে পেতে চাইবে, তাদের নিজেদের নির্বাচনী ইশতেহারে অবশ্যই কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিতে হবে। আমাদের যে দল এ ওয়াদা দেবে, আমরা নির্বাচনে তাদের সমর্থন জানাব।
এ সময় মহাসচিব পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে টিআইবির ফ্যাসিবাদী মূলক বিবৃতির কঠোর প্রতিবাদ জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম, আব্দুল কাইয়ুম সুবহানী, মীর ইদরিস, শিব্বির আহমাদ কাসেমী, মুফতি কামাল উদ্দীন, এনামুল হক মুসা, মাওলানা আশিকুল্লাহ, ইউনুস ঢালী, আব্দুর রশীদ, রাশেদ বিন নূর, মোমিনুল ইসলাম, মুফতি আল আমীন ফয়জী, সুলতান আহমাদ জাফরী, মুফতি মাহমুদুর রহমান, হেদায়াতুল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন