দলের নির্দেশ ও সিদ্ধান্ত যারা মানবে না, তারা দলের লোক নয় বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো রকমের চাঁদাবাজি, দখলদারি, অত্যাচার-নিপীড়নের সঙ্গে যুক্ত হবেন না।
সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর সেনাকল্যাণ অডিটরিয়ামে এক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে নয়ন এসব কথা বলেন।
স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
যুবদল সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা দেখেছেন জুলাই-আগস্টের বিপ্লবে কীভাবে আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা হয়েছে। এবারের আন্দোলন কিন্তু হিন্দু-মুসলমানদের কোনো বৈষম্যের আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সে আন্দোলনে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের অনুরোধ করব- চলমান পরিস্থিতিতে আমাদের শৃঙ্খলায় থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। সম্প্রীতি বজায় রেখে সব বৈষম্য দূরীকরণের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি।
বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় সম্পূর্ণরূপে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অক্ষুণ্ন থাকবে- এটা বিএনপি চায়। যারা বিভিন্ন সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত হতে চায়, তাদের বলি- আমরা সবাই বাংলাদেশি নাগরিক।
কর্মিসভায় সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এসএম ফয়সাল, চবি সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন