কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে : হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (২৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ নিন্দা এবং প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, এটা অবিশ্বাস্য যে, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলার বানোয়াট সাজায় কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার চাইলে স্ব-উদ্যোগে নির্বাহী আদেশবলে ফৌজদারি কার্যবিধির ৪০১-এর উপধারা-১ অনুযায়ী মাহমুদুর রহমানের কথিত দণ্ড স্থগিত করে ভুয়া মামলার কার্যক্রম বাতিল করে তাকে সসম্মানে নতুন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে পারত। কিন্তু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলার বানোয়াট সাজায় জেলে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করি। সরকার এর দায় এড়াতে পারে না।

তারা আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈর-ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশপ্রেমিক ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সবার জন্য অনুপ্রেরণা। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে উপর্যুপরি জেল-জুলুম ও নির্যাতনের একপর্যায়ে তিনি দেশত্যাগে বাধ্য হন। আজকের এই মুক্ত বাংলাদেশের মাটিতে পা রাখতেই তাকে জেলে যেতে হলো। স্বাধীন বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হয় না। সরকারকে এর জবাব দিতে হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, অবিলম্বে নির্বাহী ক্ষমতাবলে মাহমুদুর রহমানের মুক্তি দিতে সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ জামিন আবেদন করেন। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাহমুদুর রহমানের জামিন কেন হলো না, এমন প্রশ্নে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গত বছরের ১৭ আগস্ট মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক ধারায় পাঁচ বছর আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি এক বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এ মামলায় জামিন দিতে পারেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স পুনর্গঠন

গুম-খুন-চাঁদাবাজিতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পদযাত্রা

নরসিংদীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশু নিহত

রাজধানীতে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সিডিএর বোর্ড সদস্য সাংবাদিক-আইনজীবী-প্রকৌশলীসহ ৭ জন

চেয়ারে বসা সেই শিক্ষার্থীকে ক্ষমা করে দিলেন প্রধান শিক্ষক

সম্পত্তির জেরে আপন ভাইকে পিটিয়ে হত্যা

জাবির সাবেক উপাচার্যসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ঢাকা ডেন্টাল ও কুমিল্লা মেডিকেলের অধ্যক্ষকে ওএসডি

একযুগেও শেষ হয়নি রামু বৌদ্ধ মন্দির হামলার বিচার

১০

হাউমাউ করে কেঁদে বাবাকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার আকুতি

১১

বৃষ্টির অজুহাতে মোকামেই সবজির দাম বেড়েছে মণে ৫শ টাকা

১২

ববির নতুন প্রক্টর ড. রাহাত ফয়সাল

১৩

১০ম গ্রেড বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকে স্মারকলিপি

১৪

বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক

১৫

মাহমুদুর রহমানের জেল মেনে নিতে পারছি না : জামায়াতের আমির

১৬

ইউপি সদস্যের স্বেচ্ছাচারিতায় পানিবন্দি ৫০ পরিবার

১৭

‘মহানবীর অপমানে সমগ্র মুসলিমের অপমান’

১৮

গাজীপুরে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যকে কুপিয়ে টাকা ছিনতাই

১৯

চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম

২০
X