কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : আবু হানিফ 

কিশোরগঞ্জ জেলায় ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদ শাখার কর্মিসভায় কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ জেলায় ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদ শাখার কর্মিসভায় কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা

ছাত্র-জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদ শাখার কর্মিসভায় এ কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি। ছাত্র-জনতার ঐক্যকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে দখলদারিত্ব চলবে না। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব চলছে, আমরা স্পষ্টভাবে বলছি এসব দখলদারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান। অভিযোগ রয়েছে গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের এলাকায় ফেরাচ্ছে বিএনপির নামধারী এক শ্রেণির লোক।

তিনি বলেন, আমরা স্পস্ট করে বলছি এদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে। বিএনপি আমাদের মিত্র, গত ১৫ বছরে বিএনপি গুম খুন নির্যাতনের শিকার হয়েছে। যারা চাঁদাবাজি করছে, দখলদারি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিএনপিকে এখন প্রমাণ করতে হবে বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ নয়। গতকাল কক্সবাজারে একজন সেনা অফিসার দুর্বৃত্তদের হামলায় নিহত, এটা সামান্য কোনো বিষয় নয়। পাশের দেশের গোয়েন্দা সংস্থা এখনো এই দেশে তৎপর। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিভক্ত হয়ে গেলে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা সুযোগ নিতে পারে। ১৮ মাসের ভিতর নির্বাচন নিয়ে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছে গণঅধিকার পরিষদ। আমরা চাই রাষ্ট্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হোক।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কিংবা ক্ষমতার অংশীদার হলে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ দেবে। দেশের বেকারত্ব কমানোর জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য শিক্ষিত বেকার যুবকদের নামমাত্র সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল বলেন, রাজপথে যুদ্ধ করে স্বৈরাচার হটিয়েছি, তার মাধ্যমে সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের। এখন আমরা সুষ্ঠু রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রকে গড়ে তুলার সময়। দীর্ঘদিন আমরা অসভ্যদের দ্বারা শাসিত হয়েছি তাই সভ্য রাষ্ট্র গড়ে ওঠেনি। এখন সময় এসেছে ভালো মানুষগুলো রাজনীতিতে এসে রাষ্ট্রকে সভ্য করে গড়ে তুলার। গণঅধিকার পরিষদ অপামর জনতার প্লাটফর্ম। সকলের প্রতি আহ্বান গণঅধিকার পরিষদকে নিজের দল মনে করে দেশ গঠন করতে গণঅধিকার পরিষদকে এগিয়ে নিন।

গণঅধিকার পরিষদের জেলার আহ্বায়ক নাসির উদ্দীন বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে গণঅধিকার পরিষদের তলে আসার আহ্বান রইল।

ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব ইমতিয়াজ কাজলের সভাপতিত্বে ছাত্র নেতা জুনায়েদ সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, কটিয়াদি উপজেলা আহ্বায়ক মহসিন, কিশোরগঞ্জ সদর উপজেলা সদস্যসচিব মোস্তফা কামাল, বাজিতপুর উপজেলার নেতা হুমায়ুন আহমেদ ও ইকবাল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ৪

১০ দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা

দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের,​ শীতে কাহিল কুড়িগ্রামের মানুষ

বায়ুদূষণে শীর্ষে হ্যানয়, ঢাকার পরিস্থিতি কী

গাজায় ২৪ ঘণ্টায় ৩৪ বিমান হামলা

ভূগর্ভের গভীরতম হোটেল ‘ডিপ স্লিপ’

পিরামিড তৈরির প্রায় এক হাজার বছর আগে নির্মিত হয় স্টোনহেঞ্জ

১০

৭০ লাখ টাকার হাঁসের ডিম বিক্রি যে হাটে

১১

টেসলাকে কি টেক্কা দেবে চীনের বিওয়াইডি?

১২

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

১৩

০৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

১৪

কুয়াশার চাদরে রাজধানী, বাড়ছে শীতের তীব্রতা

১৫

ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিল ছাত্রদল

১৬

কেজিতে ১ টাকায় মিলছে মুলা ও ফুলকপি

১৭

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

২০
X