কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৫:২০ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘আন্দোলনে ভয় পেয়ে তারেক-জুবাইদার বিরুদ্ধে ফরমায়েশি রায়’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে ফরমায়েশি ও ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘জিয়া পরিষদ’। সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস ও মহাসচিব ড. মো. এমতাজ হোসেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০০৭ সালে ১/১১ এর ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সময় তারেক রহমান দম্পতির বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যে মামলা চলার মতো আইনগত কোনো উপাদান নেই সেই মামলার ফরমায়েশি রায় ঘোষণা করে বর্তমান ক্ষমতাসীন অবৈধ, ফ্যাসিবাদী সরকার প্রমাণ করেছে তারা তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার কাছে পরাস্ত হয়েছে। একারণেই তারা গদি হারানোর ভয়ে ভীত হয়ে আদালতের কাঁধে বন্দুক রেখে জোর করে এই রায় প্রদান করেছে যাহা সম্পূর্ণ বেআইনি।

নেতৃদ্বয় বলেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা যে ফরমায়েশি রায় দিয়েছেন তা প্রতিবাদী জনতার ঝড়ে উড়ে যাবে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই রায় দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আজ সারা দেশে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে প্রমাণিত হয় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায় দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনেই এই রায় ভেসে যাবে।

তারা আরও বলেন, তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তারেক রহমানের দক্ষতা, যোগ্যতা ও রাজনৈতিক দূরদর্শিতায় বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনতার ঢল দেখে শেখ হাসিনা ভয়ে ভীতু হয়ে আদালতকে এই রায় দিতে বাধ্য করেছে।

জিয়া পরিষদের শীর্ষ দুই নেতা বলেন, তারেক রহমানের বাবা ছিলেন এ দেশের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তার মা বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। যিনি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের জনপ্রিয় নেত্রী। সেই পরিবারের সন্তান এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আগামী দিনের কাণ্ডারি হচ্ছেন তারেক রহমান। তার বিরুদ্ধে ফের নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ক্ষমতাসীন ফ্যাসিবাদীরা। অন্যদিকে ডা. জুবাইদা রহমান একদিকে যেমন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্রবধূ অন্যদিকে তিনিও দেশের একটি ঐতিহ্যবাহী বর্ণাঢ্য পরিবারের সন্তান। মেধাবী চিকিৎসক জুবাইদা রহমান পড়ালেখা করেছেন সেরা চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে। তার পিতা মরহুম মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও মন্ত্রী ছিলেন।

সুতরাং তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে মামলায় রায় প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ অবান্তর ও ভিত্তিহীন। যাহা দেশের জনগণ মানে না। আমরা মনে করি তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আর এসব করে বিএনপির চলমান আন্দোলন দমন করা যাবে না। সরকার নিয়ন্ত্রিত আদালতের মাধ্যমে তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রত্যাহারের আহ্বান জানান নেতৃদ্বয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর মিছিল থামবে না : ইসরায়েলের হামলায় ১২০ ফিলিস্তিনি নিহত

দুই ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকের সর্বদলীয় ঐক্যের ডাক

বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় তদন্তকারী সংস্থা নিয়োগের সুপারিশ

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ দল

বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত

এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

গজারিয়ায় বিএনপি কার্যালয়ে আ.লীগের হামলা, ভাঙচুর

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

আবারও সড়ক অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

১০

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১১

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান

১২

আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে ওই ভোট পচে যায় : ড. শফিকুল ইসলাম

১৩

২২ হাজার সরকারি কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে

১৪

শেয়ার মার্কেটেও কারসাজি বীকনের, পিওনদেরও কোটি কোটি টাকার শেয়ার

১৫

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৬

এবার জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলা

১৭

হংকংয়ে কোম্পানি খুলেছেন সাবেক এমপি, অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা

১৮

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

১৯

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ : এরদোয়ান

২০
X