সম্প্রতি মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন নির্মাণসামগ্রী ও গবাদি পশু বিতরণ করেছে বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
পৃথক দুটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ যে কোনো দুর্যোগে বিএনপি ও অঙ্গসংগঠন পূর্বের ন্যায় এবারও মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, আমরা রোগীদের চিকিৎসাসেবা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে ঘর তৈরির জন্য ঢেউটিন ও জীবন মান উন্নয়নে গবাদি পশু বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছি।
মন্তব্য করুন