ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। এ লক্ষ্যে রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তিনি এক মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে উপস্থিত রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজনের কথায় উঠে এসেছে, দেশে তরুণ সমাজের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, তা সংরক্ষণ করতে হবে।
তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কেমন করে জাগ্রত রাখা যায়, সেটাই আমরা চাই।
দেশের সবগুলো ইনস্টিটিউশনকে নষ্ট করা হয়েছে এমন অভিযোগ করে সভায় বক্তারা বলেন, সকল প্রতিষ্ঠান সংস্কার করে নতুন বাংলাদেশ গড়তে ক্লিন ইমেজের রাজনীতিবিদ নায়ক সোহেল রানার নেতৃত্বে একটি প্লাটফর্ম করা হবে। সেখানে ১ বছরের জন্য একটি রোডম্যাপ করার প্রস্তাবও গৃহীত হয়।
তারা বলেন, কিংস পার্টির মতো হাস্যকর কোনোকিছু আমরা করতে চাই না। আমরা জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই।
নতুন রাজনৈতিক দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইকরামুল খানের ব্যবস্থাপনায় আয়োজিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, আমরা অতীত নিয়ে নয়, দেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাই।
তিনি বলেন, আমরা নতুন একটি পলিটিক্যাল ফ্রন্ট করার ব্যাপারে সবাই একমত। সাবেক মন্ত্রী দিদার বখত ও গোলাম সারোয়ার মিলনের উদাহরণ টেনে তিনি বলেন, তাদের রয়েছে বিশাল রাজনৈতিক ক্যারিয়ার। এ রকম আরো অনেকেই আমাদের সাথে আসবেন, যদি আমরা জনপ্রত্যাশা পূরণ করার প্রত্যয় নিয়ে মাঠে কাজ করি।
তিনি আরও বলেন, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে সত্যিকার গণতন্ত্রের পথে আমরা হাঁটব। আমরা সুযোগসন্ধানীদের পথ পরিহার করে সত্যিকার অর্থে জনগণের জন্য কিছু করতে চাই। দেশের মানুষ কী চায়, তাদের মনের কথাগুলো আমরা বলব। আমরা সুশাসন ও সরকারের জবাবদিহিতার পাশাপাশি দলে গণতন্ত্রচর্চা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে চাই।
সভায় উপস্থিত ছিলেন কবি সেকান্দার আবু জাফরের ভাই ও সাবেক মন্ত্রী দিদার বখত, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সিনিয়র সাংবাদিক সৈয়দ তোশারফ আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপমহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, সাংবাদিক মোহোম্মদ আবদুল অদুদ, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক ও বাংলাদেশ সংগীত পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সাদী, ব্যবসায়ী নেত্রী হেলেনা জাহাঙ্গীর, কিশোরগঞ্জ-৬ আসনের জাপা প্রার্থী নুরুল কাদের সোহেল, জাপার যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী, গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, লে. কর্নেল অব. সাব্বির আহমেদ, জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনোয়ারা তাহের মানু ও কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ।
মন্তব্য করুন