কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ সহযোগীদের বিচার দাবি ফারুক হাসানের

প্রতিবাদ সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান। ছবি : কালবেলা
প্রতিবাদ সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা, দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো বহাল রয়েছেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে শেখ হাসিনাসহ তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছেন। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক-সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে তার সরকারের সহযোগীদেরও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এটাই দেশবাসীর চাওয়া।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান এ সব কথা বলেন।

শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনসহ বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে ফারুক হাসান বলেন, এই লড়াই-সংগ্রাম ছিল আপামোর জনগণের, একক কোনো ব্যক্তি বা সংগঠনের না। ছাত্র, জনগণ এবং রাজনৈতিক দল সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংগ্রাম চূড়ান্ত পরিণতি লাভ করে; শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হন। তাই বলব, রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতাদের খাটো করে কেউ কোনো বক্তব্য দেবেন না। বৈষম্যহীন আগামীর কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে সবারই দরকার রয়েছে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। এই সরকারের পাশে আমরা রয়েছি, দেশের জনগণ রয়েছে। সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্রকামী জনগণও ব্যর্থ হবে।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, বিপ্লব হোসেন, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম শুভ, সৈকত প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি, তাদের সহযোগী এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা লুটপাট করে দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনপ্রত্যাশা অনুযায়ী অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোফাজ্জলকে হত্যার আগে চাওয়া হয়েছিল ২ লাখ টাকা

সেমিনারে বক্তারা / কওমি সনদের মূল্যায়ন ও বাস্তবায়ন এখনো অধরা

বরগুনায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

‘পড়াশোনায় ভালো ছিল তোফাজ্জল’

ঢাবির হলে পিটিয়ে হত্যার ঘটনায় দুই শিক্ষার্থী আটক

চেন্নাইয়ে পান্ত ও লিটনের মধ্যে কী হয়েছিল?

ঢাকা ওয়াসার নতুন এমডি ফজলুর রহমান

পেজার বিস্ফোরণ / কঠোর প্রতিশোধের অঙ্গীকার লেবাননের যোদ্ধাদের

যাত্রী কল্যাণ সমিতি / আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ

ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, সারজিসের স্ট্যাটাস

১০

স্রোতের তীব্রতায় মাতামুহুরী নদীর তীরে ভয়াবহ ভাঙন

১১

রহস্যজনক কোড রিসিভ হতেই ঘটে পেজার বিস্ফোরণ

১২

‘বড় ভাই খাবার কেমন?’ 

১৩

ভয়ংকর বার্মুডা ট্রায়াঙ্গলকেও হার মানায় যে জায়গা

১৪

চলতি অর্থবছরেই ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৫

জবি আবৃত্তি সংসদের সভাপতি লগ্ন, সম্পাদক শিউলী

১৬

পেজার দিয়ে যোগাযোগ করা যায় যেভাবে

১৭

দফায় দফায় পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে : সমন্বয়ক কাদের

১৮

সাকিবকে নিয়ে তামিমের নতুন পরামর্শ

১৯

পাঁচ দফা দাবিতে রাবি প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

২০
X