কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
তারেক-জোবাইদার কারাদণ্ড

বিএনপিপন্থি আইনজীবীদের জুতা মিছিল

রায়ের প্রতিক্রিয়ায় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জুতা মিছিল করেন। ছবি : কালবেলা
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জুতা মিছিল করেন। ছবি : কালবেলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এ রায়ের প্রতিক্রিয়ায় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জুতা মিছিল করেন। ফরমায়েশি রায় উল্লেখ করে স্লোগান দিতে থাকে তারা।

এর আগে বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

২০২২ সালের ১ নভেম্বর পলাতক তারেক ও জোবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। চলতি বছরের ৫ জানুয়ারি আদালত গ্রেপ্তার পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন। এরপর তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। গত ১৩ এপ্রিল আদালত পলাতক তারেক ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২১ মে আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা সাক্ষ্য দেন।

গত ২৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবাইদা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

আরও পড়ুন : দুদকের মামলায় তারেক-জোবাইদার রায় ঘোষণা

এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবাইদার করা মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একইসঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবাইদাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিভ-টু-আপিল করেন জোবাইদা। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ-টু-আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

চিকেন’স নেক নিয়ে দুশ্চিন্তায় ভারত, ভারী অস্ত্র মোতায়েন

পাঁচ বছরের জেল হতে পারে আনচেলত্তির!

টর্চের আলো চোখে পড়ায় পুলিশ কনস্টেবলকে কোপালেন স্বেচ্ছাসেবক দল নেতা

ড. ইউনূস-মোদির বৈঠক চলছে

বাসে ডাকাতদের তাড়া, যাত্রীদের বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন চালক

৬৪ দলের বিশ্বকাপের বিপক্ষে উয়েফা সভাপতি

ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিবৃতি

১০

হেডফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

১১

ভারতে বহুল বিতর্কিত বিলটি পাস হলে মুসলিমদের লাভ না ক্ষতি

১২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ২১ পয়েন্ট যেন মৃত্যুফাঁদ

১৩

জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের এজেন্ডার শীর্ষে : ড. ইউনূস

১৪

থাই বিশিষ্টজনদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৫

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতের রায়

১৬

বিএনপি নেতা বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

১৭

পুলিশের সামনে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা

১৮

৩ স্কুলে ইসরায়েলের মিসাইল হামলা

১৯

গাজায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা, শতাধিক নিহত

২০
X