নৈরাজ্য বন্ধ এবং চাঁদাবাজি-দখলবাজিমুক্ত করতে রাজধানীতে শান্তি সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মীর হাজীরবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্যামপুর-কদমতলী এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সংখ্যালঘুসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, ব্যবসায়ী, মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামারাও তাদের মতামত প্রকাশ করেন।
এ ছাড়াও সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদ’ শাহাদাত হোসেন শাওনের পিতা আব্দুল আলম, সাইদুর রহমান ইমরানের পিতা কবির রহমান, রেজাউল করিমের পিতা আল আমিন মীর বক্তব্য রাখেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে সমাবেশে সভাপতিত্ব করেন ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ।
এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, নুরুল ইসলাম, শুভ আহমেদ, মুরাদ হোসেন মামুন, সানাউল্লাহ সানু প্রমুখ। সমাবেশে বক্তারা দেশের পটপরিবর্তনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির সহযোগিতা কামনা করেন। তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন বিএনপির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। শ্যামপুর-কদমতলীতে বিএনপির নামধারী কিছু নেতাকর্মী অরাজকতা করেছে। আমরা বিশ্বাস করি- এরা শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শের লোক হতে পারে না।
তারা আরও বলেন, আমরা বিএনপির সিনিয়র নেতাদের বলব, সুবিধাবাদী নেতাকর্মীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেন। নতুবা যে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে তা ব্যর্থ হয়ে যাবে।
মন্তব্য করুন