গোপালগঞ্জে নিজ গ্রামে যাওয়ার পথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ওপর হামলা এবং তার সঙ্গে থাকা কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংগঠনের সংশ্লিষ্ট ইউনিটসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
মন্তব্য করুন