কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে : সাইফুল হক

বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক। ছবি : কালবেলা
বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিগত বছরগুলোতে দেশের লাখ লাখ শিক্ষার্থীকে গিনিপিগ বানানো হয়েছিল।

গোটা একটি প্রজন্মকে নিয়ে চূড়ান্ত স্বেচ্ছাচারিতা করা হয়েছে; ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষাব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত শিক্ষার পরিবর্তে যে কোনোভাবে পাস করানোই ছিল উদ্দেশ্য।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি একবিংশ শতাব্দীর উপযোগী আধুনিক, বিজ্ঞানমনষ্ক, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, একদিকে শিক্ষার বৈষম্য সামাজিক বৈষম্যকে প্রকট করে তুলছে। আবার অন্যদিকে সামাজিক বৈষম্যও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বাড়িয়ে তুলছে।

তিনি গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ ও সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জাতীয় সংসদের মধ্য দিয়ে সংস্কারকে টেকসই রূপ দিতে পারেন।

সাইফুল হক আশা প্রকাশ করেন, রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত ও সম্মতির ভিত্তিতে অন্তর্বর্তী সরকার জরুরি কাজগুলো এগিয়ে নেবে।

তিনি উন্নয়নের নামে জনগণের সম্মতিহীন মেগা প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো স্থগিত ও বাতিল করার দাবি জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, জনগণের অর্থে আর কথিত উন্নয়নের নামে লুটপাটের সাদা হাতি আর পোষা যাবে না।

তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকে নানা বেসামাল ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে চলেছে। ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া দিয়ে খেতে চান তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

প্রতিনিধি সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও ছাত্র আন্দোলনের কর্তব্য নিয়ে ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রতিনিধি সভায় আগামী ১৬ নভেম্বর বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্রনেতা ফায়েজুর রহমান মুনিরকে আহ্বায়ক, রফিকুল ইসলাম অভিকে যুগ্ম আহ্বায়ক ও বিপ্লব হোসেন খানকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান মনিরের সভাপতিত্বে প্রতিনিধি সভায় সংহতি বক্তব্য দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী ও সদস্য সচিব মীর রেজাউল আলম, বিপ্লবী ছাত্র সংহতির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সংগঠনের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম অভি, তিথি সুবর্না, বিপ্লব হোসেন খান, রুপেন্টু চাকমা, সোহেল হোসেন, সাজ্জাদুল করিম আনভি, ফয়সাল আহমেদ মঈন, আল মামুন সৈকত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে আসছে জুয়েলের পিনিক

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

‘জনগ‌ণের সম্পদ খাওয়া আর জাহান্না‌মের আগুন খাওয়া সমান’

কমছে তাপমাত্রা, শীত জেঁকে বসবে কবে?

‘আ.লীগ নির্বিচারে মানুষ মেরে রাজনীতি করার অধিকার হারিয়েছে’

তারেক রহমান সবসময় পাশে আছেন, থাকবেন : মীর হেলাল

দশ দিনেও মুক্তি মেলেনি ৪ বাংলাদেশির

আজ টিভিতে যেসব খেলা দেখা যাবে

ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

লেবাননে এক দিনে নিহত ৫৯

১০

টাইম জোনের ধারণা এসেছে যেভাবে

১১

সরকারের চাপে বাধ্য হয়ে ওজন কমালেন ৫৪২ কেজি

১২

উত্তর আফ্রিকার মুসলিম দেশে নজর জিনপিংয়ের

১৩

‘উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার’

১৪

২৩ নভেম্বর: ইতিহাসের আজকের এই দিনে

১৫

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

প্রথম দিনে উইন্ডিজ তুলল ২৫০ রান

১৮

গাঁজা-জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

১৯

ঢাকা কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

২০
X