জাতীয়তাবাদী যুবদলের ঢাকা বিভাগীয় মতবিনিময় সভা বুধবার (১১ সেপ্টেম্বর) আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবে যুবদল। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা’-শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের অধীন বিভিন্ন জেলার শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
মন্তব্য করুন