ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গত কয়েকদিনে দুজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির নেতারা।
তারা বলেন, বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে। সম্প্রতি দুজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে তারা। গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছেন আরও অনেকে। পৃথিবীর কোনো সভ্য দেশ নিরস্ত্র নিরপরাধ মানুষকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে পারে না। কিন্তু ভারত সেটা দীর্ঘদিন করে আসছে। এটি সম্পন্ন মানবাধিকার লঙ্ঘন। এই নিপীড়নকারী দেশের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ফেলানীসহ সীমান্তে বিএসএফ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত করেছে সবকটির সুষ্ঠু বিচার করতে হবে। আর একটি লাশও আমরা সীমান্তে দেখতে চাই না। বর্তমান সরকারকে ভারতীয় সব আগ্রাসন রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে।
মন্তব্য করুন