কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিবার থেকেই শিশুদের জেন্ডার সমতার শিক্ষা দিতে হবে

নারীর অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণ তরুণী ভাবনাবিষয়ক সেমিনার। ছবি : সংগৃহীত
নারীর অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণ তরুণী ভাবনাবিষয়ক সেমিনার। ছবি : সংগৃহীত

সামাজিক ও রাজনৈতিক, পিতৃতান্ত্রিক রীতিনীতির কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। সমাজে নারী-পুরুষের প্রতি প্রচলিত বৈষম্যমূলক রীতিনীতি রোধে পরিবার থেকেই শিশুদের জেন্ডার সমতার শিক্ষা দিতে হবে।

সোমবার (০৯ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে নারীর অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণ তরুণী ভাবনা বিষয়ক সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৪ নারী শিক্ষার্থী এ মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, স্বাগত বক্তব্য দেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। এছাড়া বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান।

স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বহুমাত্রিক কর্মসূচি পালন করছে মহিলা পরিষদ। নারীর অধিকারহীনতার দিকগুলো চিহ্নিত করে তা দূর করতে কাজ করছে। সম্প্রতি অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে বহুসংখ্যক ছাত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে সফল হয়। আজকের তরুণরা বৈষম্যকে কিভাবে দেখে, নারীর অধিকারহীনতা দূর করে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে আলোচনার জন্যই আজকের সভার আয়োজন।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বাংলাদেশের নারী আন্দোলনের ঐতিহ্য, লক্ষ্য ও কর্মকাণ্ড বিষয়ে আলোচনা শেষে নারীর সমতা, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও অগ্রসর করে নিতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে দৃশ্যমান নারী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি এ সময় আরও বলেন, নারীকে মা, স্ত্রী বা কন্যা হিসেবে নয়, মানুষ হিসেবে দেখতে হবে। পিতৃতান্ত্রিকতার দর্শন পরিত্যাগ করে সমতার দর্শন গড়ে তুলতে হবে। তরুণ শিক্ষার্থীরা আরও বলেন, সফলতা অর্জনের পরও অনেক নারী যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না। নারীকে তার প্রাপ্য স্বীকৃতি দিতে হবে, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে। রাজনীতিতে ক্ষমতার কেন্দ্র থেকে নারীকে নামমাত্র পদ দিয়ে দূরে সরিয়ে দেওয়া বন্ধ করতে হবে। নারীকে রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার লড়াই নিজেকেই করতে হবে। ক্ষমতা কাঠামোর পরিবর্তন নিয়ে আসতে হবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ব্যতীত ক্ষমতার কাঠামোর পরিবর্তন সম্ভব নয়। চিন্তার স্বাধীনতা আসতে অর্থনৈতিক মুক্তি দরকার, সরকারি চাকরিতে নারী কোটা চালুর জন্য পুনরায় উদ্যোগ নিতে হবে। সাইবার বুলিং রোধে অনলাইনে প্রচার হওয়া সব তথ্য বিশ্বাস করা থেকে মেয়েদের সচেতন হতে হবে। মেয়েদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। মায়েদের সচেতন হতে হবে, নারীর প্রতি নারীদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারা আরও বলেন, হিজড়াদের সামাজিক উন্নয়নের মূলধারায় যুক্ত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিতে হবে। প্রত্যন্ত অঞ্চলের নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। পরিবর্তনের জন্য ঝুঁকি, সমালোচনাকে মেনে নিয়েই এগোতে হবে। বর্তমানের তরুণীরা নারীর অধিকার বা সমানাধিকারের প্রশ্নে ক্ষমতার কাঠামোর পুনর্নির্মাণের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

উপস্থিত তরুণীদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখার প্রজেক্ট অফিসার মেহনাজ, বাংলাদেশ মহিলা পরিষদের সাভার কার্যকরী কমিটির মণিদিপা চক্রবর্তী, মাহবুবা খানম লিসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রজ্ঞা লাবণী, সুমাইয়া সাদিয়া, মহুয়া চক্রবর্তী, নিশিতা জামান, রাফিয়া রেহনুমা, সামিয়া আখতার, অর্পিতা, ইলমা হাসিন, হাফসা, নূরজাহান লিসা, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির তাহসিন মিতি, তানজিনা তাম্মিম হাপসা, বাংলাদেশ বেতারের ঘোষক সুপা সাদিয়া, ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত নূপুর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসিন আহসান হৃদি, ফাবিয়া রোদশী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা মাওলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবির নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক আনোয়ারুল আজীম

শাবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী

নরসিংদীর ‘আটগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ২১ সেপ্টেম্বর

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবি অধ্যাপক

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়তে আলটিমেটাম দেবে জাতিসংঘ

জাবিতে নতুন দুই প্রোভিসি ও ট্রেজারার নিয়োগ 

অনুমতি ছাড়া ঢাবি প্রশাসনের কারও নাম ব্যবহার না করার আহ্বান

নিয়মিত প্রাইভেট কারে গাঁজা পাচার করে তারা

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ভিভো

‘জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য গণমানুষের কল্যাণ’

১০

নতুন ভিসি পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

১১

‘তুমি না আমার বিরুদ্ধে নিউজ করছো’

১২

আন্দোলনে ২ হাজার মানুষকে খুন করেছে হাসিনা : মির্জা ফখরুল

১৩

চবির নতুন ভিসি অধ্যাপক ইয়াহইয়া

১৪

জবির নতুন ভিসি ড. মুহাম্মদ রেজাউল

১৫

যেভাবে দেখবেন শান্ত-রোহিতদের লড়াই

১৬

আদালতে যা বললেন বিচারপতি মানিক

১৭

পুলিশ সদস্যের সঙ্গে ‘পালাল’ রোহিঙ্গা কিশোরী

১৮

দুবাই থেকে চট্টগ্রামে ঋণখেলাপি স্বামী-স্ত্রীকে ফিরিয়ে আনার নির্দেশ

১৯

কলাপাড়ায় ৭ দফা দাবিতে মানববন্ধন

২০
X