বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
শনিবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার লাকসামে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল।
যুবদলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লাকসামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন জুয়েল।
এদিকে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকেও বন্যাকবলিত বিভিন্ন জেলায় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নিজে উপস্থিত থেকে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
মন্তব্য করুন