সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি ঢাকায় মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে এবার মাঠে নেমেছে মহানগর উত্তর যুবদল।
এর অংশ হিসেবে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের কালা চাঁদপুর থেকে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালাচাঁদপুর সোসাইটির সভাপতি এমএ জব্বার, সোসাইটির নেতা দেলোয়ার খান, গুলশান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ, গুলশান থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আকরাম হোসেনসহ ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
পরে যুবদল নেতা শরীফ উদ্দীন জুয়েল নেতাদের সঙ্গে নিয়ে ওই এলাকা ঘুরে ঘুরে মানুষকে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতন করেন।
মন্তব্য করুন