দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ ও খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল।
বৃহস্পতিবার কালবেলায় সংবাদ প্রকাশ হওয়ার পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ, খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি এবং রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফা হাওলাদার মুক্তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নিবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছে।
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) 'প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা' শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।
গণমাধ্যমটির সংবাদে বলা হয়, রাজধানীর নাখালপাড়ায় এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে যুবদলের দুই নেতা। যার একটি ফুটেজ এসেছে কালবেলার হাতে।
ফুটেজে দেখা যায়, ৮ থেকে ১০ সঙ্গী-সাথীসহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদল নেতা নাহিদ এবং অভি। এ সময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যান তারা।
ভুক্তভোগী প্রবাসী পাভেল জানান, গত ২৮ আগস্ট রাতে ৮ থেকে ১০ জন তার নাখালপাড়ার বাসায় হামলা চালায়। দারোয়ানকে মারধর করে তার ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় বাসায় থাকা নগদ ৮ লাখ টাকা এবং ১০ ভরি সোনা নিয়ে যায়। দারোয়ান বাধা দিতে চাইলে তাকেও মারধর করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুটপাটকারীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ। অন্যজন হলেন খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি।
মন্তব্য করুন